West Bengal Lok Sabha Election 2024: স্পর্শকাতর বুথ ৩ হাজার! তৃতীয় দফায় আজ ভোট মালদা-মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে
চলছে লোকসভা নির্বাচন। আজ, মঙ্গলবার তৃতীয় দফা। ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে লোকসভা কেন্দ্রে। চার কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩ হাজার।
![West Bengal Lok Sabha Election 2024: স্পর্শকাতর বুথ ৩ হাজার! তৃতীয় দফায় আজ ভোট মালদা-মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে West Bengal Lok Sabha Election 2024: স্পর্শকাতর বুথ ৩ হাজার! তৃতীয় দফায় আজ ভোট মালদা-মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472705-vote.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলছে লোকসভা নির্বাচন। আজ, মঙ্গলবার তৃতীয় দফা। ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে লোকসভা কেন্দ্রে। চার কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩ হাজার।
আরও পড়ুন: Uluberia: প্রচারের মধ্যেই বড়সড় দুর্ঘটনায় বিজেপি প্রার্থী, ভাঙল পাঁজরের হাড়-কলারবোন!
একনজরে তৃতীয় দফা
---
কেন্দ্র মোট বুথ স্পর্শকাতর বুথ কেন্দ্রীয় বাহিনী(কোম্পানি)
মুর্শিদাদাবাদ ১৯৩৮ ৪৪১ ১১৪
জঙ্গিপুর ১৮৫১ ৫০৯ ৬৪
তৃতীয় দফায় ভোট হবে মালদার জেলার দুই লোকসভা কেন্দ্রেও। মালদা উত্তর ও মালদা দক্ষিণ। মালদা দক্ষিণে মোট বুথের সংখ্যা ১৭৫৯। এই লোকসভা কেন্দ্রের অধীনেই পড়ে ইংরেজবাজার পুরসভা। আর মালদা উত্তর? বুথের সংখ্যা ১৮১২। মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রায় ৬০টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্রেও রাখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিকে মুর্শিবাদের ভগবানগোলা আসনটিও এখন খালি। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রয়াত হন এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। আগামিকাল, লোকসভার ভোটের সঙ্গে ওই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)