রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, নতুন দায়িত্বে ব্রাত্য-রাজীব
দফতর বেড়েছে সুব্রত মুখোপাধ্যায়ের
![রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, নতুন দায়িত্বে ব্রাত্য-রাজীব রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, নতুন দায়িত্বে ব্রাত্য-রাজীব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/11/18/219408-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: বড়সড় রদবদল হল রাজ্য মন্ত্রিসভায়। রবিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল নবান্ন থেকে। নতুন দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অনগ্রসর শ্রেণি মন্ত্রক থেকে সরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বন দফতরের দায়িত্ব।
আরও পড়ুন-রাস্তা সারাইয়ের দাবিতে সাংসদ মিমির চিঠিতে তেলে বেগুনে জ্বলে উঠলেন ববি, বললেন..
এদিকে, অনগ্রসর শ্রেণি উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে আনা হয়েছে বিনয় কৃষ্ণ বর্মনকে। বেশ কিছুদিন দফতরহীন থাকার পর শান্তিরাম মাহাতকে দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ণ মন্ত্রক।
আরও পড়ুন-রাজ্যপালকে ডেকে সঠিক দিকনির্দেশ করুন, অমিত শাহকে বলল তৃণমূল
বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের নতুন দায়িত্বে আনা হয়েছে ব্রাত্য বসুকে। ক্ষমতা কমিয়ে শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যাকে। দফতর বেড়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ণের পাশাপাশি এবার তাঁকে দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্বও।