Weather Report: রবিবারে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে বাংলা, তাপমাত্রা কমছে উত্তরে

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কম হবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।

Updated By: Aug 28, 2022, 10:19 AM IST
Weather Report: রবিবারে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে বাংলা, তাপমাত্রা কমছে উত্তরে
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: রাজ্যে বৃষ্টি দুর্যোগ অব্যাহত। রবিবার রাজ্যে আরও বাড়বে বৃষ্টি, এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে আজকেও। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে শহরে। বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি  থাকবে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক পরিমাণ ৯৫ শতাংশ। কলকাতার শহরে বৃষ্টিপাত ৫৩.৫ মিলিমিটার।

আরও পড়ুন, অনুব্রতর দায়িত্বে থাকা পূর্ব বর্ধমানের ৩ বিধানসভার দায়িত্ব কে পেলেন?

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে তাপমাত্রা একই থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কম হবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  বুধবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গের জেলা গুলিতে।

মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত হিমালয়ে অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ বঙ্গোপসাগরে।  উত্তর দক্ষিণ অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু উপকূল পর্যন্ত।

আরও পড়ুন, Tapan Dutta Murder Case: বালিতে তপন দত্তের বাড়িতে সিবিআই; 'ভরসা পেলাম', বললেন স্ত্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.