Weather Today: দেখা নেই কালবৈশাখীর, পারদ চড়ছে বঙ্গে; ক্রমশ বাড়ছে গরম
আগামী ৪ দিনেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
![Weather Today: দেখা নেই কালবৈশাখীর, পারদ চড়ছে বঙ্গে; ক্রমশ বাড়ছে গরম Weather Today: দেখা নেই কালবৈশাখীর, পারদ চড়ছে বঙ্গে; ক্রমশ বাড়ছে গরম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/24/373357-weathr5.jpg)
নিজস্ব প্রতিবেদন: চৈত্র পেরিয়ে বৈশাখ এলেও দেখাই নেই কালবৈশাখীর। বরং প্রচন্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আকাশ সামান্য মেঘলা হলেও বৃষ্টির দেখা পাওয়া যায়নি। আগামী ৪ দিনেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
মেঘলা কিংবা পরিষ্কার আকাশে রোদের তেজ থাকছেই। বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই আরও যেন বেড়ে যাচ্ছে হাঁসফাঁসানি গরম। গরমে যেন প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়৷ বৈশাখের এই গরমে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। প্রাথমিকভাবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীর সম্ভাবনার কথা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি।
বরং বৃষ্টি নয়, তাপপ্রবাহের সতকর্তা রয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। হাঁসফাঁসানি গরম বাড়বে এই তিন জেলায়। বুধবার থেকে বীরভূমেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
এদিকে আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৭৩ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ।
আরও পড়ুন, East Midnapore: মোবাইলে তারস্বরে বাজছে গান! মামারবাড়িতে 'ধর্ষণ' নাবালিকাকে