Bengal Weather: নববর্ষেও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, ৪১ ডিগ্রি ছোঁবে আজই?
পাঁচ বছরে রেকর্ড গরম কলকাতায়। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পনেরো জেলায় তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুরেও হিটওয়েভ অ্যালার্ট। এমনকী বাড়বে রাতের তাপমাত্রাও।
![Bengal Weather: নববর্ষেও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, ৪১ ডিগ্রি ছোঁবে আজই? Bengal Weather: নববর্ষেও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, ৪১ ডিগ্রি ছোঁবে আজই?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/15/416169-weather.jpg)
অয়ন ঘোষাল: চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। দক্ষিণবঙ্গের ১২ জেলায় ৪০ ছুঁল বা ছাড়িয়ে গেল পারদ শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেল। কলকাতার আলিপুরে ৪১ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ, সল্টলেকে ৪২। বেশ কয়েকটি জেলায় তার থেকেও বেশি গরম। আগামী ৫ দিন একইরকম তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় তাপপ্রবাহ শুরু। কারণ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেড়ে পারদ কাল পৌঁছল ৪১ ডিগ্রিতে। রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আপাতত পুড়বে দক্ষিণবঙ্গ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন, চোখে জল জ্যাংগোর! সন্তানসম পোষ্য়ের জন্য সুইসাইড নোটে আদরমাখা চিঠি দম্পতির