Bengal Weather: বর্ষ শেষে বাংলায় শীতের আমেজ! নতুন বছরে হাড় কাঁপানো ঠান্ডা?

Weather Update: রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বর্ষ শেষ ও বর্ষবরণে। কলকাতায় ১ জানুয়ারি বছরের প্রথম দিন রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

Updated By: Dec 31, 2024, 08:42 AM IST
Bengal Weather: বর্ষ শেষে বাংলায় শীতের আমেজ! নতুন বছরে হাড় কাঁপানো ঠান্ডা?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: জাঁকিয়ে না হলেও মঙ্গলবার বর্ষ শেষের রাতে শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে। ঘন কুয়াশায় বর্ষবরণ উত্তরবঙ্গে। দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার রাতে সামান্য নামবে তাপমাত্রা। ফিরবে হালকা শীতের আমেজ। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। আজ ও কাল রাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

আরও পড়ুন, Road Accident: ফের রক্তাক্ত ফ্লাইওভার! বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট নিচে আছড়াল যুবক...

কলকাতায় ১ জানুয়ারি বছরের প্রথম দিন রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশা দাপট বেশি থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের সব জেলাতে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের কম কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বর্ষ শেষ ও বর্ষবরণে। আগামী ২৪ ঘন্টায় হালকা কুয়াশা এবং ধোঁয়াশা সকালের দিকে বেলার দিকেও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের সমতলের জেলায়। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আজ এবং আগামীকাল কমবে। বৃহস্পতি বা শুক্রবার আরও কিছুটা নামতে পারে পারদ। প্রধানত পরিস্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা। বৃষ্টির কোনো সম্ভবনা নেই। বর্ষ বরণের রাতে মনোরম হালকা শীতের পরশ থাকবে। কাল নিউ ইয়ারেও মনোরম শুষ্ক পরিবেশে শহরের ইতিউতি ঘুরতে পারবেন মানুষ। 

শহরের পরিসংখ্যান রাতের তাপমাত্রা ১৭.৬ থেকে সামান্য কমে ১৭.৩ ডিগ্রি। আজ রাতে প্রায় ১ থেকে ২  ডিগ্রি কমবে তাপমাত্রা। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ থেকে কমে ২৬.২ ডিগ্রি। আজ আরও সামান্য কমবে দিনের তাপমাত্রা। উত্তুরে হাওয়ার গতিপথ আপাতত অবাধ। তবে ৬ জানুয়ারি সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে রাজ্যে। ব্যাহত হতে পারে উত্তুরে হাওয়ার গতি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৮ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন, Sandeshkhali|TMC: 'আমাদের আন্দোলনটা....' সন্দেশখালির প্রতিবাদী মুখ এবার তৃণমূলে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.