Weather Report: বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম শহরে, বাড়ল তাপমাত্রাও
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, হালকা মাঝারি বৃষ্টি চলবে তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দু তিন দিনে তিন থেকে চারদিক তাপমাত্রা বাড়তে পারে।
অয়ন ঘোষাল: গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছে রাজ্যে। তবে আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে। কিছুটা বেশি বৃষ্টি পশ্চিমাঞ্চলের জেলায়। তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও ক্রমশ বাড়বে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বাড়বে। বেলা বাড়লে অস্বস্তি ও ঘাম ভোগাবে শহরবাসীকে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, হালকা মাঝারি বৃষ্টি চলবে তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দু তিন দিনে তিন থেকে চারদিক তাপমাত্রা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়লেই অস্বস্তিও বাড়বে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।, উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।প্রসঙ্গত, শনিবার দুপুরের মধ্যেই রাজ্যের উপর থেকে কেটেছে দুর্যোগের মেঘ। নিম্নচাপ সরে ওড়িশা উপকূলের দিকে চলে যায়। তবে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলায় দুপুর পর্যন্ত বৃষ্টি হয়। এমনকী উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল।
আরও পড়ুন, Anubrata Mondal: ভোলে ব্যোমের পর শিবশম্ভু! অনুব্রতর সম্পত্তি সন্ধানে আত্মীয়ের রাইস মিলে সিবিআই হানা
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)