১১ জেলা পরিষদে দূরবীনেও ধরা পড়ছে না বাম-বিজেপি-কংগ্রেস
‘বীরভূমি’র মতো উন্নয়ন দাঁড়িয়ে থাকল বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা সহ দুই মেদিনীপুর এবং নব গঠিত পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।
নিজস্ব প্রতিবেদন: মার্কশিটে ২০-তে ২০ পেয়েও দলনেত্রীর স্বপ্নপূরণে ব্যর্থ তৃণমূল। রাজ্যে বিরোধী শূন্য জেলা পরিষদ গড়ার যে মরিয়া চেষ্টা শাসক করেছিল, তাতে ৫০ শতাংশের কিছু বেশি ক্ষেত্রেই কেবল লক্ষ্যপূরণ করতে পারল তারা। ২০ জেলার ২০টি জেলা পরিষদেই একচ্ছত্র আধিপত্য কায়েম করলেও নিষ্কণ্টক থাকল কেবল ১১।
আরও পড়ুন- চুপ চাপ ‘ভুল ছাপ’
বীরভূম জেলা পরিষদ বিরোধী শূন্য করে এই পরীক্ষায় আগেই ‘ফার্স্ট বয়’ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার সেই তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরাও। জেলা পরিষদ বিরোধীশূন্য করে লোকসভা ভোটের আগে পয়েন্ট বাড়িয়ে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারীরা। ‘বীরভূমি’র মতো উন্নয়ন দাঁড়িয়ে থাকল বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ি, দুই ২৪ পরগনা সহ দুই মেদিনীপুর এবং নব গঠিত পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।
আরও পড়ুন- 'বাঘ' মারল বিজেপি!
এক নজরে দেখে নিন সেই ১১ জেলা পরিষদের পরিসংখ্যান, যেখানে দূরবীন দিয়ে খুঁজতে হবে বিরোধীদের-