করোনা পরীক্ষার নিরিখে প্রথম সারিতে বাংলা! আক্রান্তের সংখ্যা ১৪৮০, মৃত ১৬৬
সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৮,৬৬৮ (দৈনিক হিসেবে সর্বোচ্চ)। এর আগে দৈনিক সর্বোচ্চ টেস্ট হয়েছিল ৭৭৪৫ (গতকাল )
নিজস্ব প্রতিবেদন: দৈনিক করোনার পরীক্ষা বেড়েছে রাজ্যে। শীর্ষ ১০টি রাজ্যের মধ্যে রয়েছে বাংলা। রবিবার এমনটাই জানানো হয়েছে সরকারি বুলেটিনে। ১৭ মে রাত ৮টা পর্যন্ত নতুন পজিটিভ কেসের সংখ্যা ১০১ (গতকাল ছিল ১১৫)। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৮,৬৬৮ (দৈনিক হিসেবে যা সর্বোচ্চ)। আবারও এক লাফে টেস্টিং বেড়েছে বলেই জানানো হয়েছে। এর আগে দৈনিক সর্বোচ্চ টেস্ট হয়েছিল ৭৭৪৫ (গতকাল )
আরও পড়ুন: Lockdown 4.0: চতুর্থদফায় সংক্রমণের ভিত্তিতে জোন ভাগ করবে রাজ্যই, জানাল কেন্দ্র
মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হারে আবারও উন্নতি হয়েছে বলেছে জানানো হয়েছে, অর্থাৎ নতুন আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্য কম। সুস্থতার হার ৩.১১% (গতকাল ছিল ৩.৩৩%)। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে ৯৫৫ জনের। এখনও পর্যন্ত কোভিড-১৯-এর কারণে মোট মৃত্যুর সংখ্যা ১৬৬ জন (গতকাল মৃত্যু ৬)। পাশাপাশি গত ২৪ ঘণ্টায়য় ছাড়া পেয়েছেন ৬৭ (এখন ছাড়া পাওয়ার হার ৩৫.৮২%) দৈনিক কোভিড টেস্টিং অনুযায়ী শীর্ষে থাকা ১০টি রাজ্য হল (১২ মে থেকে ১৬ মে পর্যন্ত)
১. তামিলনাড়ু: ৫৮৭৪০
২. অন্ধ্র প্রদেশ: ৫৭৮৫৪
৩. রাজস্থান: ৪৫৩০৯
৪. মহারাষ্ট্র: ৪২৯০১
৫. দিল্লি: ৩৩১৬৭
৬. পশ্চিমবঙ্গ: ২৯৬৭৩
৭. কর্ণাটক: ২৮৪২৯
৮. উত্তরপ্রদেশ: ২৭৩৪৫
৯. জম্মু ও কাশ্মীর: ২৪৮৫৭
১০. মধ্যপ্রদেশ: ২৩৬৩৮।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য় একটি কমিটি গঠন করা হয়েছে।