Malbazar: হাতি প্রথমে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে, তারপর পায়ের তলায় ফেলে...

Malbazar: বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালবাজারে। ফের হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল মালবাজারে।

Updated By: Aug 16, 2024, 02:41 PM IST
Malbazar: হাতি প্রথমে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে, তারপর পায়ের তলায় ফেলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালবাজারে। ফের হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল মালবাজারে। মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেওড়া নদী চা-বাগানে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম ইগরাজ ওঁরাঁও (২০)। মৃত যুবকের বাড়ি নেওড়া চা-বাগানের বড় লাইন শ্রমিক মহল্লায়।

আরও পড়ুন: Uttarakhand: দেহ মিলল ৯ দিন পরে! নির্জনে টেনে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ, পরে গলায় ওড়না জড়িয়ে... 

কী ঘটেছিল?

জানা গিয়েছে, রাতে বাড়িতে খাবার খাওয়ার পরে চার বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝোরার উপরে সদ্য নির্মিত কালভার্ট এলাকায় যায়। ঠিক সেই সময়েই আচমকা সেখানে একটি বুনো হাতি তাঁদের আক্রমণ করে। বাকি তিনজন পালিয়ে যেতে সমর্থ হলেও ইগরাজ হাতির সামনে পড়ে যায়। হাতি প্রথমে তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে ফেলে, পরে পা দিয়ে পিষে মারে। স্থানীয়রা চা-বাগানের অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: R G Kar Incident: 'কীর্তিমান' সঞ্জয়ের কীর্তির শেষ নেই! এবার প্রকাশ্যে কাশীপুর...

হাতির আক্রমণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। প্রাথমিক স্তরের ব্যবস্থাও গ্রহণ করেন তাঁরা। মৃত যুবকের আত্মীয় বেনু নায়েক জানিয়েছেন, চার বন্ধু মিলে ওই এলাকায় গেলে বুনো হাতির সামনে পড়ে যান ইগরাজ। হাতি তাঁকে পিষে মারে। মালবাজার বন্যপ্রাণ বিভাগসূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম মোতাবেক আবেদনের মাধ্যমে ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.