Train Accident| Bardhaman: মেমারিতে লাইন পার করতে গিয়ে ভয়ংকর ঘটনা, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ মহিলার দেহ
Train Accident| Bardhaman: ওই ৬ জনের দলে শিশু-সহ ৪ জন লাইন পার করে প্লাটফর্মে উঠে পড়লেও ওই দুই মহিলা প্লাটফর্মে উঠতে পারেননি। সেইসময় ১ নম্বর প্লাটফর্ম দিয়ে ছুটে আসছিল ১৩০১১ আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস
![Train Accident| Bardhaman: মেমারিতে লাইন পার করতে গিয়ে ভয়ংকর ঘটনা, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ মহিলার দেহ Train Accident| Bardhaman: মেমারিতে লাইন পার করতে গিয়ে ভয়ংকর ঘটনা, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ মহিলার দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/29/511968-4.png)
অরূপ লাহা: রবিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বর্ধমানের মেমারি স্টেশনে। বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম দিলে লাইন পার হচ্ছিলেন ওই দুই মহিলা। তাদের পিষে দেয় একটি যাত্রীবাহি ট্রেন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যহত হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন-'মনমোহনের প্রয়াণে চুপ বহু সেলেব'! একতিরে বিনোদন ও খেলার দুনিয়াকে বিঁধলেন অভিষেক...
রবিবার বিকেলে বাঁকুড়ার খাতড়া থেকে ১ শিশু-সহ মোট ৬ জন হুগলির খন্ন্যানে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বাঁকুড়া-মশাগ্রাম শাখায় ট্রেনে এসে তাঁরা নামেন মশাগ্রাম স্টেশনে। সেখান থেকে সড়কপথে যান মেমারি স্টেশনে। তার পর মেমারি স্টেশনে খন্ন্যানের টিকিট কেটে ওভার ব্রিজ দিয়ে না গিয়ে লাইন হেঁটে লাইন পার করে ওপাশে যাচ্ছিলেন।
এদিকে, ওই ৬ জনের দলে শিশু-সহ ৪ জন লাইন পার করে প্লাটফর্মে উঠে পড়লেও ওই দুই মহিলা প্লাটফর্মে উঠতে পারেননি। সেইসময় ১ নম্বর প্লাটফর্ম দিয়ে ছুটে আসছিল ১৩০১১ আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই ট্রেন ধাক্কা মারে দুই মহিলাকে। ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় দুজনের দেহ।
রেল পুলিস সূত্রে খবর, মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভুঁইয়া(৪০) ও পাখি ভুঁইয়া(৩৮)। ট্রেনের ধাক্কায় দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে লাইনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি ও আরপিএফ। দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ২ নম্বর প্লাটফর্মের রিভার্স লাইন দিয়ে বর্ধমানমুখি সব ট্রেন চালানো হয়। দেহাংশ তুলে তা ময়না তদন্তের জন্য পাঠায় জিআরপি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)