8

নির্বাসিত ভারতীয় প্যারা-অলিম্পিক কমিটি, অন্ধকারে অ্যাথলিটদের ভবিষ্যত

গত মাসেই গাজিয়াবাদে ১৫তম জাতীয় প্যারা-অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে অব্যবস্থার কথা সামনে আসায় দেশজুড়ে হইচই পরে যায়। খেলোয়াড়দের থাকার বন্দোবস্ত দেখে  চমকে ওঠেন সকলে।  একটি নির্মীয়মান বহুতলের একটি ছোট্ট ঘরে রাখা হয়েছিল  অ্যাথলিটদের। মাটিতেই বিছানা করে রাত কাটাতে হয় তাঁদের।  ঘরে পাখা পর্যন্ত ছিল না। তার উপর মশার উত্পাত। অ্যাথলিটদের যাতায়াতের জন্য স্লোপ করা হয়েছিল প্লাইউডের একটি টুকরো দিয়ে। যা যথেষ্ট বিপজ্জনক। তাই সিঁড়ি দিয়েই ওঠানামা করতে বাধ্য হন তাঁরা। পুরুষ এবং মহিলা অ্যাথলিটদের জন্য রয়েছে শুধুমাত্র একটাই বাথরুম। বাথরুমে কল ছিল, কিন্তু কলে জল ছিল না। ছিল না পর্যাপ্ত খাওয়ার জলও।