8

মন্নতের সামনে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার আর্জি পুনম মহাজনের

ফের বিতর্ক তৈরি হল বান্দ্রা শহরতলিতে শাহরুখের বাংলো মন্নতের সামনে বেআইনি নির্মাণ নিয়ে। মন্নতের সামনের গাড়ি পার্কিংয়ের এই জায়গার জন্য প্রতিদিন যানজটের শিকার হন বলে বিক্ষোভ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে তাঁদের অভিযোগ শুনে মুম্বই কর্পোরেশনে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ পুনম মহাজন।