আকর্ষণীয় ফিচারে বাজেট সেগমেন্টের আরও একটি স্মার্টফোন আনল LG! দেখুন Stylo 6
বাজেট সেগমেন্টে বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার আর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ-সহ লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি
নিজস্ব প্রতিবেদন: স্টাইলাস সাপোর্ট-সহ গত মঙ্গলবারই বাজারে এসেছে LG Stylo 6। বাজেট সেগমেন্টে বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার আর শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ-সহ লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক LG Stylo 6-এর স্পেসিফিকেশন আর দাম...
LG Stylo 6-এর স্পেসিফিকেশন আর দাম:
১) LG Stylo 6-এ রয়েছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটারড্রপ নচ।
২) এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম। সঙ্গে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, ৩ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।
৩) এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
৪) এই ফোনের ভিতরে রয়েছে ৪,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি।
৫) কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে Bluetooth 5.0, 4G, Wi-Fi ও USB Type-C পোর্ট।
৬) এই ফোনের দাম ২১৯.৯৯ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,০০০ টাকা)। আমেরিকায় এই ফোনের বিক্রি শুরু হয়েছে ১৭৯.৯৯ মার্কিন ডলারে। ভারতে কবে নাগাদ এই ফোন লঞ্চ হবে, এ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।