চাঁদ থেকে ২ কিলো মাটি নিয়ে ফিরছে চিনের চন্দ্রযান
শুক্রবার চিনের মহাকাশ সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছে ।
নিজস্ব প্রতিবেদন: নাসার আগেই চাঁদে মহাকাশযান চ্যাং'ই৫ নামিয়ে চিন অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। চাঁদের মাটিতে পতাকা দেশের পতাকা পুঁতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নাসা, ইসরো কে। চিন ঘোষণা করেছে প্রায় দু কেজি চাঁদের মাটি নিয়ে পৃথিবীর চেয়ে চীনের চন্দ্রযান ২ চ্যাং'ই৫।
দু কিলো চাঁদের মাটি খামচে নিয়ে ফিরছে পৃথিবীতে। প্রায় ২ কিলোগ্রাম মাটির চ্যাং'ই৫ ভরে নিয়ে রবিবার পৃথিবীর পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এরপর চাঁদের চারপাশে চক্কর কাটতে কাটতে ২২ মিনিটের মধ্যে চারটি ইঞ্জিন চালু করে যাত্রা শুরু করে।
পৃথিবীতে আসতে সময় লাগবে মাত্র তিন দিন। মূলত উত্তর চীনে নামবে চন্দ্রযান। আমেরিকা ও রাশিয়ার পর এবার চিনও শুরু করতে চলেছে চাঁদের মাটি নিয়ে গবেষণা।
Not much more than a couple of days of sunlight over the Chang'e-5 lander remaining in Oceanus Procellarum. Might be lights out for CE-5 in 36 hours or so with the Sun getting low. Job very much done, however. Below one of the first images sent back after landing. pic.twitter.com/vDfQ0hamS6
— Andrew Jones (@AJ_FI) December 9, 2020
প্রসঙ্গত, শুক্রবার চিনের মহাকাশ সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছে । সেখানেই তারা জানিয়েছে চাঁদের মাটিতে দেশের পতাকা ওড়ানো হয়েছে৷