গ্রাহকদের অজান্তে চুপিসাড়ে এটাই করল এয়ারটেল!
জিওকে টেক্কা দিয়ে গ্রাহক ধরতে টেলিনরকে অধিগ্রহণ। অন্যদিকে, গ্রাহকদের অজান্তে চুপিসাড়ে এটাই করল এয়ারটেল। ১৪৯ টাকা রিচার্জের ডেটা প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন থেকে কমিয়ে ১৬ দিন করে দিল এয়ারটেল।
![গ্রাহকদের অজান্তে চুপিসাড়ে এটাই করল এয়ারটেল! গ্রাহকদের অজান্তে চুপিসাড়ে এটাই করল এয়ারটেল!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/24/79365-airtel1.jpg)
ওয়েব ডেস্ক : জিওকে টেক্কা দিয়ে গ্রাহক ধরতে টেলিনরকে অধিগ্রহণ। অন্যদিকে, গ্রাহকদের অজান্তে চুপিসাড়ে এটাই করল এয়ারটেল। ১৪৯ টাকা রিচার্জের ডেটা প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন থেকে কমিয়ে ১৬ দিন করে দিল এয়ারটেল।
আগে ১৪৯ টাকায় এয়ারটেল ২৮ দিনের জন্য ৬০০ এমবি 3G/4G ডেটা দিচ্ছিল এয়ারটেল। এখন থেকে একই টাকায় সমপরিমাণ ডেটাই পাওয়া যাবে। কিন্তু ভ্যালিডিটি কমে এখন সেটা ১৬ দিন। মুকেশ আম্বানি জিওর প্রাইম মেম্বারশিপ ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেয় এয়ারটেল।
আগেই অবশ্য ১০০ টাকায় ১০জিবি 4G ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে এয়ারটেল।
আরও পড়ুন, এয়ারটেলে ১০০ টাকায় ১০জিবি নেট