'সেলফির' হাত ধরে টুইটারকে ছাপাল ইনস্টাগ্রাম
স্যোশাল দুনিয়ায় ইঁদুর দৌড়! ফটো শেয়ারিং ইনস্টাগ্রামের সক্রিয় ব্যবহারকারী ৩০০ মিলিয়ন ছুঁই ছুঁই। জনপ্রিয় স্যোশাল মিডিয়া টুইটারকেও ছাপিয়ে গেল ইনস্টাগ্রাম। ছবির জনপ্রিয়তার কাছে হারাল ১৪০ শব্দের সোশ্যাল ব্রেকিং নিউজও।
ওয়েব ডেস্ক: স্যোশাল দুনিয়ায় ইঁদুর দৌড়! ফটো শেয়ারিং ইনস্টাগ্রামের সক্রিয় ব্যবহারকারী ৩০০ মিলিয়ন ছুঁই ছুঁই। জনপ্রিয় স্যোশাল মিডিয়া টুইটারকেও ছাপিয়ে গেল ইনস্টাগ্রাম। ছবির জনপ্রিয়তার কাছে হারাল ১৪০ শব্দের সোশ্যাল ব্রেকিং নিউজও।
নয় মাস আগে ইনস্টাগ্রামের ব্যবহারকারী ছিল ২০০ মিলিয়ন। টেকচার্চের রিপোর্ট অনুযায়ী কয়েক মাসের মধ্যে ৩০০ মিলিয়নে পৌঁছায় তাদের ব্যবহারকারীর সংখ্যা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সেলফির জনপ্রিয়তা ইনস্টাগ্রামকে আরও গ্রহণযোগ্য করে তুলছে। ইনস্টাগ্রামের সিইও কেভিন সিসট্রোম জানিয়েছেন, " চার বছর আগে দুই জন বন্ধু মিলে স্বপ্ন দেখেছিলাম যা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।"
প্রতিদিন ইনস্টাগ্রামে ৭০ মিলিয়ন ফটো শেয়ার করেন ব্যবহারকারীরা। এখন ইনস্টাগ্রামের প্ল্যান খুব শীঘ্রই ফেসবুক ও টুইটারে মতো "ভেরিফাইড ব্যাজ" আইকন চালু করবে বিভিন্ন সেলিব্রিটি ও কোম্পানির জন্য।