অনলাইনে বুকিং শুরু, আপনার জিও ফোনটি বুক করতে যে যে ডকুমেন্ট লাগবে
ওয়েব ডেস্ক : বুকিং শুরু হয়ে গেল জিও ফোনের। আগামীকাল বৃহস্পতিবার, ২৪ অগস্ট, থেকে সরকারিভাবে জিও ফোনের বুকিং শুরু। অনলাইন এবং অফলাইন, দুভাবেই আপনি বুক করতে পারবেন এই ফোনটি। অনেক জায়গাতে জিও স্টোরগুলোতে ইতিমধ্যেই প্রি-বুকিং নেওয়া শুরুও হয়ে গেছে। প্রি-বুকিং নিচ্ছে খুচরো বিক্রেতারাও। উল্লেখ্য, ২১ জুলাই সংস্থার ৪০তম বার্ষিক সাধারণ সভায় জিও ফোন নিয়ে আসার কথা ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। চলুন জেনে নেওয়া যাক ফোন বুকিংয়ের খুঁটিনাটি-
অনলাইনে কীভাবে বুক করবেন?
২৪ অগাস্ট থেকে অনলাইনে বুকিং শুরু। ডেলিভারি সেপ্টেম্বরে।
- জিওর সরকারি ওয়েবসাইট jio.com বা jiofreephone.org-তে যান।
- ২৪ অগাস্ট রাত ১২টা থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হোমপেজে একটি ইমেজ/বাটন দেখা যাবে।
- জিও ফ্রি মোবাইল ফোন রেজিস্ট্রেশন বা প্রি-বুকিং বাটনে ক্লিক করুন।
- নিজের যোগাযোগ নম্বর, ঠিকানা সহ অন্যান্য তথ্য নির্দিষ্ট জায়গায় পূরণ করুন।
- কোথায় ফোনটি ডেলিভারি করা হবে, সেই ঠিকানা ফিল-আপ করুন।
- সিকিউরিটি ডিপোজিটের ১৫০০ টাকা ডেবিট বা ক্রেডিট কার্ডে দিন, নেট ব্যাঙ্কিংও করতে পারেন।
- আপনার জিও ফোন বুক হয়ে যাওয়ার পর 'ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস'-এর ভিত্তিতে ডেলিভারি হবে ফোনটি।
- অনলাইনে মাই জিও অ্যাপের মাধ্যমেও ফোন বুক করতে পারবেন।
অফলাইনে কীভাবে জিও ফোন বুক করবেন?
- জিওর অনুমোদিত খুচরো ব্যবসায়ী বা জিও স্টোরে যান।
- নিজের আধার নম্বর জমা দিন। একটি আধার কার্ডে একটি জিও ফোন।
- আধার তথ্য জমা দেওয়ার পর আপনাকে একটি টোকেন দেওয়া হবে।
- ফোন ডেলিভারির সময় এই টোকেন নম্বরটি লাগবে।
- বুকিংয়ের সময় পুরো টাকা লাগবে না।
- ফোনটি সংগ্রহ করার সময় আপনাকে সিকিউরিটি ডিপোজিটের ১৫০০ টাকা জমা দিতে হবে।
# পূর্ব প্রতিশ্রুতি মত ৩৬ মাস ফোন ব্যবহারের পরই ফিরিয়ে দেওয়া হবে সিকিউরিটি ডিপোজিটের ১৫০০ টাকা।
আরও পড়ুন, অবিশ্বাস্য ফিচার্স নিয়ে বাজারে জলের দরে স্মার্টফোন!