সাতহাজার টাকার কমে হাতের মুঠোয় Galaxy-র নতুন মডেল
মডেলটিতে রয়েছে ইনফিনিটি-ভি ডিসপ্লে-সমেত ৬.৫ ইঞ্চি হাইডেফিনিশন স্ক্রিন।
![সাতহাজার টাকার কমে হাতের মুঠোয় Galaxy-র নতুন মডেল সাতহাজার টাকার কমে হাতের মুঠোয় Galaxy-র নতুন মডেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/17/306824-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: এমনিতেই ভারতে স্মার্টফোনের দুনিয়ায় বহুকাল ধরেই স্যামসাঙ একচ্ছত্র আধিপত্য চালিয়ে আসছে। সম্প্রতি তারা গ্যালাক্সি সিরিজের একটা নতুন মডেল হাজির করে সেই আধিপত্য যেন আর একবার কায়েম করল।
সাধ্যের মধ্যেই থাকা পকেট-ফ্রেন্ডলি নতুন এই মডেলটির নাম Galaxy M02। 5000mAh ব্যাটারির শক্তিতে দীপিত এই মডেলটিতে থাকছে অত্যাধুনিক সমস্ত ফিচার। রয়েছে ইনফিনিটি-ভি ডিসপ্লে-সমেত ৬.৫ ইঞ্চি হাইডেফিনিশন স্ক্রিন। যা এর দর্শনযোগ্যতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সব চেয়ে বড় কথা, ক্রেতাদের মন কাড়ার জন্য এতে রয়েছে Dual Rear Camera-র অবিশ্বাস্য ফিচার। ফোনটির ডিজাইনের মধ্যেও রয়েছে একটা অন্যরকম সূক্ষ্মতা, স্টাইল এবং মেজাজ।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের প্রতিযোগী মোদী সরকারের দেশি মেসেজিং অ্যাপ, কীভাবে ব্যবহার করবেন?
লকডাউনের সময়টার কথা মনে রেখে ফোনটির মেকিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখা হয়েছে, এটি যেন দীর্ঘক্ষণ কাজ করে যেতে পারে। বিশেষত অনলাইন ক্লাসের বিষয়টা মাথায় রাখা হয়েছে। মোটামুটি ভাবে বড় স্ক্রিন, জোরদার ব্যাটারি আর নিখুঁত ক্যামেরা-- এই তিন মূল ভিত্তির উপর দাঁড়িয়ে ফোনটির অন্যান্য ফিচার ঠিক করা হয়েছে। দাম হবে হাজারসাতেকের মধ্য়েই।
আরও পড়ুন: Twitter আর সরকারের বাকবিতণ্ডায় পৌষ মাস Koo অ্যাপের, ৫দিনে Users ৯ লাখ