আজই বাজারে আসছে নোকিয়া ৮, জেনে নিন দাম ও ফিচার্স
Updated By: Aug 16, 2017, 03:03 PM IST
![আজই বাজারে আসছে নোকিয়া ৮, জেনে নিন দাম ও ফিচার্স আজই বাজারে আসছে নোকিয়া ৮, জেনে নিন দাম ও ফিচার্স](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/16/90902-617034-nokia8launch.jpg)
ওয়েব ডেস্ক : আজই বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করছে নোকিয়া ৮। HMD গ্লোবালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এই নোকিয়া ৮। লন্ডনে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে এই ফোনের।
সূত্রের খবর নোকিয়ার এই নয়া স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। থাকছে ৪জিবি RAM। সেইসঙ্গে ইন্টারনাল স্টোরেজ থাকছে ৬৪ জিবি। নোকিয়া ৮-এ থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুযোগ।
ফোনটির ডিসপ্লে ৫.৩ ইঞ্চির ১৪৪০ X ২৫৬০ পিক্সেলের কোয়াড HD। নীল, স্টিল, গোল্ড ব্লু ও গোল্ড কপার এই ৪টি রঙে পাওয়া যাবে নোকিয়া ৮। এখনও পর্যন্ত খবর নোকিয়া ৮-এ দাম রাখা হয়েছে সাড়ে ৩৭ হাজারের কিছু বেশি।
আরও পড়ুন, হাই কোলেস্টরল? জেনে নিন কী খাবেন আর খাবেন না