এবার থেকে আগে ০ বা ৯১ ছাড়াই ফোন করুন আইএসডি নম্বরে

আইএসডি নম্বরের আগে 0 বা 91 ছাড়াই ফোন করার প্রক্রিয়া চালু করল ইন্ডিয়ান টেলিকম অপারেটর। এই সপ্তাহের মধ্যেই চালু হয়ে যেতে পারে এই সুবিধা। এরমধ্যেই দেশের বাইরে ফোন করার ক্ষেত্রে দিল্লির ভোডাফোন ও এয়ারটেল নম্বরে পাওয়া যাচ্ছে এই সুবিধা।

Updated By: May 20, 2015, 08:24 PM IST
এবার থেকে আগে ০ বা ৯১ ছাড়াই ফোন করুন আইএসডি নম্বরে

ওয়েব ডেস্ক: আইএসডি নম্বরের আগে 0 বা 91 ছাড়াই ফোন করার প্রক্রিয়া চালু করল ইন্ডিয়ান টেলিকম অপারেটর। এই সপ্তাহের মধ্যেই চালু হয়ে যেতে পারে এই সুবিধা। এরমধ্যেই দেশের বাইরে ফোন করার ক্ষেত্রে দিল্লির ভোডাফোন ও এয়ারটেল নম্বরে পাওয়া যাচ্ছে এই সুবিধা।

মে মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। আগামী ২ মাসের মধ্যে সারা দেশে এই প্রক্রিয়া চালু করার সময় ধার্য্য করে দিয়েছে টেলিকম বিভাগ। গত নভেম্বর মাসে টাইয়ের এই প্রস্তাব অনুমোদন করে টেলিকম বিভাগ। তখন ৬ মাসের সময়সীমা ধার্য্য করা হয়েছিল।

সারা ভারতে এই প্রক্রিয়া চালু করতে ২০০ থেকে ৩০০ কোটি খরচ করবে টেলিকম অপারেটররা।

.