ট্যুইটারে এখন বার্তা ১০ হাজারে

ট্যুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার থেকে গতানুগতিক ১৪০ শব্দের শব্দের বদলে এবার ১০ হাজার শব্দের মেসেজ করা যাবে। সম্প্রতি ট্যুইটারের তরফ থেকে এই কথাই জানানো হয়েছে। কার্যকর করার আগে হয়ত কোনও পরিবর্তন করা হতে পারে। তাই কবে থেকে এই ফিচার কার্যকর করা হবে তা এখনও স্পষ্টভাবে কিছুই জানায়নি ট্যুইটার কর্তৃপক্ষ।

Updated By: Jan 6, 2016, 02:24 PM IST
ট্যুইটারে এখন বার্তা ১০ হাজারে

ওয়েব ডেস্ক: ট্যুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার থেকে গতানুগতিক ১৪০ শব্দের শব্দের বদলে এবার ১০ হাজার শব্দের মেসেজ করা যাবে। সম্প্রতি ট্যুইটারের তরফ থেকে এই কথাই জানানো হয়েছে। কার্যকর করার আগে হয়ত কোনও পরিবর্তন করা হতে পারে। তাই কবে থেকে এই ফিচার কার্যকর করা হবে তা এখনও স্পষ্টভাবে কিছুই জানায়নি ট্যুইটার কর্তৃপক্ষ।

এখন ট্যুইটারে ঢুকে ট্যুইট অপশনে গেলে সেই ১৪০ শব্দই দেখতে পাওয়া যাবে। ট্যুইটারের গ্রোথ বাড়ানোর জন্যই এই পরিবর্তন করা হচ্ছে বলে জানা গেছে। এই মাইক্রো-ব্লগিং সাইটটি ফেসবুকের সঙ্গে পরীক্ষার মাধ্যমে এই নয়া ফিচার বানাতে চলেছেন। 

.