বিশ্ববাজারে লঞ্চের আগেই ফাঁস হল Oneplus 8 ও Oneplus 8 Pro স্পেসিফিকেশন

 মনে করা হচ্ছে এপ্রিলের ১৫ তারিখ লঞ্চ হতে পারে এই ফোন।

Updated By: Mar 27, 2020, 03:48 PM IST
বিশ্ববাজারে লঞ্চের আগেই ফাঁস হল Oneplus 8 ও Oneplus 8 Pro স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদন— করোনার প্রকোপ কে উপেক্ষা করেই আগামী মাসে লঞ্চ হতে পারে OnePlus 8 ও Oneplus 8 Pro। মনে করা হচ্ছে এপ্রিলের ১৫ তারিখ লঞ্চ হতে পারে এই ফোন। চিনের এই সংস্থার ফোন বাজারে লঞ্চ হওয়ার আগেই বিভিন্ন রিপোর্ট এর মাধ্যমে ছবি ও স্পেসিফিকেসন সামনে এসেছে। যদিও এই ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে সে সম্পর্কে জানা যায়নি। জানা গিয়েছে কিছু স্পেসিফিকেশন।

আরও পড়ুন—  আপাতত শুধুই জরুরি দ্রব্য মিলবে Flipkart-এ, থাকছে সিনেমা ও ওয়েব সিরিজ দেখার অপশনও!

OnePlus 8 ও Oneplus 8 Pro স্পেসিফিকেশন: 

১) এই দুটি ফোনের ভিতরেই থাকছে Snapdragon 865 চিপসেট। 

২) এই দুটি ফোনেই ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। 

৩) ৬.৭৮ ইঞ্চি ও ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে। 

৪) OnePlus 8 Pro পিছনে থাকছে চারটি ক্যামেরা। যার মধ্যে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

OnePlus 8 এর পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

৫) এই দুটি ফোনেই ব্যাটারি থাকছে ৪,৫১০ mAh ও ৪,৩০০ mAh।

৬) এছাড়াও ফাস্ট চার্জিং এর জন্য থাকছে ৩০W ফাস্ট চার্জ সাপোর্ট।

৭) দুটি ফোনেই Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। 

৮) সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন।

.