নাইট ফটোগ্রাফির জন্য স্মার্ট ক্যামেরা-সহ বাজার কাঁপাতে আসছে Oppo Reno 3 Pro!

আসুন এক ঝলকে জেনে নেওয়া যাক এই ফোনের বাকি ফিচারগুলি সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 27, 2020, 12:55 PM IST
নাইট ফটোগ্রাফির জন্য স্মার্ট ক্যামেরা-সহ বাজার কাঁপাতে আসছে Oppo Reno 3 Pro!

নিজস্ব প্রতিবেদন: ক্যামেরা সেন্ট্রিক ফোনের জন্য স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে OPPO-বাজার বেশ ভাল। এবারেও ব্যতিক্রম হয়নি। প্রতি বারের মতো এবারও ক্যামেরাতে নতুন ফিচার নিয়ে এল রেনো সিরিজ। Reno-এর তৃতীয় জেনারেশানের এই ফোনে আছে টপ এন্ড ক্যামেরা যা নাইট ফটোগ্রাফির জন্য কেপেবেল। আগামী মাসেই ভারতে Reno 3 Pro লঞ্চ করতে চলেছে oppo। আসুন এক ঝলকে জেনে নেওয়া যাক এই ফোনের বাকি ফিচারগুলি সম্পর্কে...

Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন:

১) ৬.৫ ইঞ্চি  কার্ভড  ডিসপ্লে থাকছে এই ফোনে।

২) Oppo Find X2- এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম।

৩)  Snapdragon 765G চিপসেট প্রসেসর রয়েছে Oppo-এর এই ভার্সনে।

৪) Oppo Reno 3 Pro-তে থাকছে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

আরও পড়ুন: আবারও ফোল্ডেবেল ফোন নিয়ে এল Huawei

৫) ক্যামেরা হল এই ফোনের মূল আর্কষণের বিষয়বস্তু, এই ফোনের ক্যামেরাতে থাকছে ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ১৩  মেগাপিক্সেল (টেলি-ফটো ক্যামেরা) + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ২ মেগাপিক্সেল (মোনোক্রোম সেন্সর) এবং সেলফি তোলার জন্যে ৪৪ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও আছে অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা। লোলাইটেও উঠবে আল্ট্রা ক্লিয়ার ছবি।

৭)  Oppo Reno 3 Pro-এর দাম শুরু হতে পারে ৪০,৭৯০ টাকা থেকে।

.