Note 7 Pro-এর চেয়েও সস্তায় ৪৮ এমপি ক্যামেরা, ৬ জিবি RAM দিচ্ছে Realme 3 Pro!

এই একই ফিচার Redmi Note 7 Pro-এ পেতে হলে আপনাকে গুনতে হবে আরও ৩,০০০ টাকা!

Updated By: Apr 16, 2019, 01:14 PM IST
Note 7 Pro-এর চেয়েও সস্তায় ৪৮ এমপি ক্যামেরা, ৬ জিবি RAM দিচ্ছে Realme 3 Pro!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ৪ মার্চ দিল্লিতে একটি ইভেন্টে লঞ্চ হয়েছে Realme 3। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। এ ছাড়াও এ রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। এ বার লঞ্চ হতে চলেছে Realme 3 Pro। জানা গিয়েছে, আগামী ২২ অগাস্ট লঞ্চ হবে Realme 3 Pro। ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি এই ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন এ বার দেখে নেওয়া যাক Realme 3 Pro-এর স্পেসিফিকেশন।

Realme 3 Pro-এর স্পেসিফিকেশন:

১) জানা গিয়েছে, এই ফোনে থাকছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৪ শতাংশের বেশি।

২) জানা গিয়েছে, এই ফোনে থাকছে ৬ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy M40-এর স্পেসিফিকেশন!

৩) দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম, যার উপরে চলবে সংস্থার নিজস্ব ColorOS ৬.০ স্কিন। এর সঙ্গেই থাকছে Snapdragon ৭১০ চিপসেট। তবে Realme 3 Pro-এ কোন প্রসেসার ব্যবহার হয়েছে তা এখনও জানা যায়নি।

৪) ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৩,৯৬০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) শোনা যাচ্ছে, ১৩,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হতে চলেছে Realme 3 Pro।

.