জলের দরে ডুয়াল ক্যামেরা, ৩ জিবি RAM-সহ একাধিক ফিচার দিচ্ছে Realme 3i
এই ফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি। এর স্ক্রিণের আকারও বেশ বড়সড়। তাই কম বাজেটে গেমিং-এর ফোন হিসাবে এটি বেশ ভাল।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=f8x2KbO2)
![জলের দরে ডুয়াল ক্যামেরা, ৩ জিবি RAM-সহ একাধিক ফিচার দিচ্ছে Realme 3i জলের দরে ডুয়াল ক্যামেরা, ৩ জিবি RAM-সহ একাধিক ফিচার দিচ্ছে Realme 3i](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/23/201774-realme-3i.jpg)
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার বিক্রি শুরু Realme 3i-এর। মধ্যবিত্তের নাগালের মধ্যেই ডিউ-ড্রপ ডিসপ্লে আনতে চাইছে সংস্থা। বাজারের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নচ ডিসপ্লে দেওয়ার মাধ্যমে ক্রেতাদের মন জয় করতে চাইছে সংস্থা। চলতি মাসে ১৫ জুলাই প্রকাশ্যে আসে Realme 3i।
এই দামের ফোনের ক্রেতাদের অধিকাংশই অল্পবয়সী। সেই দিকটি মাথায় রাখছে সংস্থা। Realme 3i-তে থাকছে শক্তিশালী RAM ও প্রসেসর। থাকছে শক্তিশালী ব্যাটারিও। স্ক্রিণের আকারও বেশ বড়সড়। তাই কম বাজেটে গেমিং-এর ফোন হিসাবে এটি বেশ ভাল।
Realme 3i-এর স্পেসিফিকেশন ও দাম:
১) এই ফোনে থাকছে ৬.২২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। ডিসপ্লের উপরের অংশে আছে ডিউ-ড্রপ নচ।
২) ৩ জিবি RAM + ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে মিলবে এই ফোন।
আরও পড়ুন: সাবধান! আপনার ফোনে FaceApp-এর ভুয়ো সংস্করণ নেই তো?
৩) গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে MediaTek Helio P60 SoC চিপসেট। Octa-core প্রসেসর।
৪) থাকছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
৫) এই ফোনে থাকছে ৪,২৩০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা।
৬) Realme 3-এর সস্তার ভেরিয়েন্ট হিসাবে আনা হচ্ছে এই ফোন। তাই, স্বাভাবিকভাবেই সেই ফোনের থেকে বেশ কিছুটা কম দাম Realme 3i-এর। ভারতে Realme 3i-এর দাম ৭,৯৯৯ টাকা থেকে শুরু (৩ জিবি RAM + ৩২ জিবি স্টোরেজ)। ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। কালো, নীল ও লাল রঙে মিলবে এই ফোন।
৮) কেবলমাত্র Flipkart ও Realme-এর ওয়েবসাইটে বিক্রি হবে Realme 3i।