জিও'র ধাক্কায় বেসামাল এয়ারটেল
জিও'র পৌষ মাস, এয়ারটেলের সর্বনাশ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই হল এমনটাই। জিও যেভাবে টেলিকম দুনিয়ায় ঝড় তুলল তাতে কুপোকাৎ ভারতের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। জিও'র ধাক্কায় ভারতী এয়ারটেলের ব্যবসা কমল ৫৪ শতাংশ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০৩.৭ কোটি টাকা। আরও পড়ুন- আনলিমিটেড কল আর ৪০জিবি পর্যন্ত ডেটা, অনলি ইন ভোডাফোন রেড
![জিও'র ধাক্কায় বেসামাল এয়ারটেল জিও'র ধাক্কায় বেসামাল এয়ারটেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/25/77025-airtel.jpg)
ওয়েব ডেস্ক: জিও'র পৌষ মাস, এয়ারটেলের সর্বনাশ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই হল এমনটাই। জিও যেভাবে টেলিকম দুনিয়ায় ঝড় তুলল তাতে কুপোকাৎ ভারতের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। জিও'র ধাক্কায় ভারতী এয়ারটেলের ব্যবসা কমল ৫৪ শতাংশ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০৩.৭ কোটি টাকা। আরও পড়ুন- আনলিমিটেড কল আর ৪০জিবি পর্যন্ত ডেটা, অনলি ইন ভোডাফোন রেড
সেপ্টেম্বর ২০১৬, মুকেশ আম্বানির রিলায়েন্স ভারতের বাজারে নিয়ে এল জিও। ভারতের মানুষের হাতে হাতে পৌঁছে দিল সব 'ফ্রি' এর দুনিয়া। ওয়েলকাম অফারেই বাজিমাত। পুরনো বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক ফ্রি অফার, তারপর তা বাড়িয়ে নতুন বছরেও সচল থাকল। আর এতেই 'অচল' হতে শুরু করল ভারতের বাজারে বহুল প্রচলিত টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলো। এদের মধ্যে সবথেকে আশঙ্কিত অবস্থায় ভারতী এয়ারটেল।