আজ ভারতে লঞ্চ হচ্ছে Samsung-এর দু’টি বাজেট সেগমেন্টের স্মার্টফোন!

ফোনের দাম শুরু হচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকা থেকে! আসুন এই দু’টি স্মার্টফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Jun 2, 2020, 12:28 PM IST
আজ ভারতে লঞ্চ হচ্ছে Samsung-এর দু’টি বাজেট সেগমেন্টের স্মার্টফোন!

নিজস্ব প্রতিবেদন: ভিয়েতনামে মার্চেই লঞ্চ হয়েছিল এই ফোন দু’টি। ২ জুন ভারতে লঞ্চ হচ্ছে Samsung-এর দু’টি বাজেট সেগমেন্টের স্মার্টফোন Samsung Galaxy M01 আর Samsung Galaxy M11। আসুন এই দু’টি স্মার্টফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...

Samsung Galaxy M01 স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে রয়েছে ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম আর Snapdragon 439 চিপসেট।

২) এই ফোনে রয়েছে ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

৩) ৪,০০০ mAh-এর ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকছে 5W চার্জিং-এর সুবিধা।

৪) এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) আর সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

৫) Samsung Galaxy M01-এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy M11 স্পেসিফিকেশন:

১) এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম আর Snapdragon 450 চিপসেট।

২) এই ফোনে রয়েছে ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

৩) ৪,০০০ mAh-এর ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকছে 5W চার্জিং-এর সুবিধা।

৪) এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ (১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) আর সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

৫) কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি। সঙ্গেই রয়েছে 15W ফাস্ট চার্জিং।

৬) Samsung Galaxy M11-এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে।

.