PUBG কে ছাড়পত্র না দেওয়ার পক্ষেই সওয়াল করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন
২০০’রও বেশি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে ভারত সরকার। সেসময় নিষিদ্ধ হয় পাবজিও।
নিজস্ব প্রতিবেদন: কবে ভারতে ফিরবে জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’? অপেক্ষায় দিন গুনছে ভারতের পাবজি প্রেমীরা। ইতিমধ্যেই সংস্থা জানিয়েছো, শীঘ্রই ভারতে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করতে চলেছে পাবজি। কিন্তু তাঁর আগেই, গেমটিকে ফের ভারতে লঞ্চ করার ছাড়পত্র না দেওয়ার দাবি করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
দেশে PUBG আসার পর হু হু করে বেড়েছিল পাবজির জনপ্রিয়তা। নেশায় পড়ে গিয়েছিল নতুন প্রজন্ম। ভার্চুয়ালি বোমা গুলি কিনে যুদ্ধ করার নেশায় বুঁদ থাকতেন ১৫ থেকে ৪০। ভারত-চিন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে চিনা পণ্য ব্যবহার বয়কটের হিড়িক ওঠে। সেই সময় ২০০’রও বেশি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে ভারত সরকার। সেসময় নিষিদ্ধ হয় পাবজিও।
কমিশন জানিয়েছে, পাবজির দেশের ভবিষ্যত প্রজন্মকে নষ্ট করছে। পাবজি খেলে অনেকে প্রাণও হারিয়েছে। এই সময় করোনা পরিস্থিতিতে পাবজি গেমের পুনরায় আত্মপ্রকাশ মেনে নেওয়া সম্ভব নয়। একথা জানিয়েছেন খোদ কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো। যদিও সরকারের তরফে এখনও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি।