নতুন ফিচার নিয়ে হাজির হল Twitter! চলছে ট্রায়াল রান
আসুন এই নতুন ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: বছরের শুরুর দিকেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো স্টোরির বৈশিষ্ট নিয়ে নতুন ফিচার 'ফ্লিটস' শুরু করার কথা জানিয়েছিল Twitter। এ বার শুরু হল ওই ফিচারের ট্রায়াল রান।
কী এই 'ফ্লিটস'?
WhatsApp স্টেটাসের মতোই Twitter 'ফ্লিটস'-এও কোনও পোস্ট ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। আপাতত ইতালি আর ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে Twitter 'ফ্লিটস'। মার্চ মাসেই ব্রাজিলে Twitter 'ফ্লিটস' চালু হয়ে গিয়েছে। সংস্থা জানিয়েছে, পরবর্তীকালে Android আর iOS নির্ভর সিস্টেমেও চালু হয়ে যাবে এই বিশেষ ফিচার।
We’ve been listening to this feedback and working to create new capabilities that address some of the anxieties that hold people back from talking on Twitter. Today, in Brazil only, we’re starting a test (on Android and iOS) for one of those new capabilities. It’s called Fleets. pic.twitter.com/6MLs8irb0c
— Kayvon Beykpour (@kayvz) March 4, 2020
Twitter 'ফ্লিটস'-এ পোস্ট হওয়া স্টোরি পেজের একেবারে উপরের অংশেই দেখা যাবে। সংস্থা জানিয়েছে, Twitter 'ফ্লিটস'-এ রিয়্যাক্ট বটনও থাকবে। অর্থাৎ, যাঁরা 'ফ্লিটস'-এ পোস্ট হওয়া স্টোরি দেখবেন, তাঁরা চাইলে এখানে রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর পাশাপাশি থাকবে রিপোর্ট করার বিকল্প বটনও থাকবে।
আরও পড়ুন: করোনা সংক্রমণ এড়াতে কোথায় কত ভিড়, জানিয়ে দেবে Google Maps-এর নতুন ফিচার!
Twitter-এ কী ভাবে নতুন ফ্লিট তৈরি করবেন?
অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের ‘নিউ ক্রিয়েট’ অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিয়ো অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করতে হবে পোস্ট করার জন্য।