ভারতে লঞ্চেই আগেই ফাঁস হল Vivo V19-এর স্পেসিফিকেশন
৩ মার্চ ভারতে লঞ্চ হতে পারে চিনের Vivo-র এই ফোন। তার আগে জেনে নিন এই ফোনের স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম...
নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Vivo V19। কিন্তু তার আগেই ফাঁস হল এই ফোনের স্পেসিফিকেশন। ইন্দোনেশিয়ায় Vivo- কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই ফাঁস হয়ে Vivo V19-এর স্পেসিফিকেশন। ৩ মার্চ ভারতে লঞ্চ হতে পারে চিনের Vivo-র এই ফোন। কিন্তু ইন্দোনেশিয়াতে এই ফোন লঞ্চ হবে ১০ মার্চ। চলতি বছরে আইপিএল-এর আগেই ভারতে লঞ্চ করছে Vivo V19 pro।
Vivo V19-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম:
১) এই ফোনের পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ৪টি ক্যামেরা ও এলইডি ফ্ল্য়াস। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কম আলোতে সেলফি তোলার জন্য থাকছে সুপার নাইট সেলফি মোড।
২) এই ফোনের ডিসপ্লেতে থাকছে হোল পাঞ্চ।
৩) ব্য়াটারি থাকছে ৪,৫০০ mAh ও ৪৫W ফাস্ট চার্জার।
৪) ৬.৫ ইঞ্চি ডিসপ্লে-সহ লঞ্চ করবে এই ফোন।
৫) এই ফোনে থাকছে Snapdragon 710G চিপসেট।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস Realme 6, 6 pro-এর দাম আর স্পেসিফিকেশন
৬) ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে এই ফোন।
৭) ভারতে এই ফোনের দাম হতে পারে ২৮,৯৯০ টাকা।
৮) এছাড়াও এই ফোনে থাকছে গোরিলা গ্লাস প্রটেকশন।