DTH পরিষেবাতেও দুর্দান্ত ওয়েলকাম অফার প্ল্যান জিওর!

ডেটা প্যাকের পর এবার DTH পরিষেবাতেও ঝড় তোলার পরিকল্পনা জিওর। মোবাইল ডেটা প্যাকে যেভাবে ৯০ দিনের প্রোমোশনাল 'ওয়েলকাম অফার' ঘোষণা করে দেশের টেলিকম বাজারে ঝড় তুলেছিল জিও, ঠিক একইরকমভাবে DTH পরিষেবাতেও ৯০ দিনের 'ওয়েলকাম অফার' নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জিওর। যার পুরোটাই হবে ফ্রি সার্ভিস।

Updated By: Apr 5, 2017, 04:21 PM IST
DTH পরিষেবাতেও দুর্দান্ত ওয়েলকাম অফার প্ল্যান জিওর!

ওয়েব ডেস্ক : ডেটা প্যাকের পর এবার DTH পরিষেবাতেও ঝড় তোলার পরিকল্পনা জিওর। মোবাইল ডেটা প্যাকে যেভাবে ৯০ দিনের প্রোমোশনাল 'ওয়েলকাম অফার' ঘোষণা করে দেশের টেলিকম বাজারে ঝড় তুলেছিল জিও, ঠিক একইরকমভাবে DTH পরিষেবাতেও ৯০ দিনের 'ওয়েলকাম অফার' নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জিওর। যার পুরোটাই হবে ফ্রি সার্ভিস।

সূত্রের খবর, এপ্রিল মাসেই তাদের DTH সেট টপ বক্স বাজারে আনতে চলেছে জিও। জিও ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে চলবে জিও DTH। স্ট্রিমিং স্পিড হবে ১ জিবিপিএস। মোট ৩০০টি টিভি চ্যানেল ও ৫০টি HD চ্যানেল দেখা যাবে জিও সেট টপ বক্সের মাধ্যমে। পাশাপাশি অ্যানড্রয়েড সেটআপ বক্স বা অ্যাপেল সেটআপ বক্সের মাধ্যমেও জিও DTH পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।  এর জন্য মাসে মাত্র ১৮০ টাকা দিলেই হবে।

আরও পড়ুন, 'সামার সারপ্রাইজ' অফারে এই সুবিধাগুলিই পাবেন জিও গ্রাহকরা

.