হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন?
ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল মেমরি থেকে একবার পুনঃরুদ্ধার করার পর তা দ্বিতীয়বার ডাউনলোড করতে পারবে না গ্রাহক। উল্লেখ্য, কেবলমাত্র আ্যন্ড্রয়েড ব্যবহারকারী গ্রাহকরাই এই পরিষেবা উপভোগ করতে পারবে।
![হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন? হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/16/117506-whatsapp.jpg)
নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য নতুন ফিচার্স আনল হোয়াটসঅ্যাপ। এবার থেকে অনিচ্ছাকৃত ভাবে ডিলিট হওয়া ছবি, ভিডিও সংক্রান্ত তথ্য ইচ্ছে করলেই ফিরে পাবেন গ্রাহক। অর্থাত্, ডিলিট হওয়া তথ্য পুনঃরায় ডাউনলোড করতে দেবে হোয়াটসআ্যপ। যার ফলে ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল স্টোরেজ থেকেই ফিরে পাবেন গ্রাহক।
আরও পড়ুন- সুরক্ষিত সোশ্যাল অ্যাপ আনছে অরকুট
যে সমস্ত গ্রাহকদের মেমরি স্টোরেজ খুবই স্বল্প তাদের জন্য এই ফিচার্স উপযোগী হবে বলেই মত গ্যাজেট গুরুদের। ফার্স্টপোস্ট পোস্ট প্রকাশিত খবর অনুযায়ী ডিলিট হওয়া তথ্য ৩০ দিনের মধ্যে পুনঃরুদ্ধার করতে পারবে গ্রাহকরা। তবে ডিলিট হওয়া তথ্য ইন্টারনাল মেমরি থেকে একবার পুনঃরুদ্ধার করার পর তা দ্বিতীয়বার ডাউনলোড করতে পারবে না গ্রাহক। উল্লেখ্য, কেবলমাত্র আ্যন্ড্রয়েড ব্যবহারকারী গ্রাহকরাই এই পরিষেবা উপভোগ করতে পারবে।
আরও পড়ুন- লিকুইড কুলিং সিস্টেমসহ গেমিং ফোন লঞ্চ করল শাওমি, দেখে নিন ফিচারস