কে দিয়েছিলেন Jio লঞ্চ করার বুদ্ধি, ফাঁস করলেন মুকেশ আম্বানি

বৃহস্পতিবার লন্ডনে 'ড্রাইভার্স অফ চেঞ্জেস' নামে এক পুরস্কার নিতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, ভারতের বাজারে ৩,১০০ কোটি ডলার লগ্নি করেছে জিও। ২০১৬-র সেপ্টেম্বরে লঞ্চের পর থেকে বাজার কাঁপিয়ে দিয়েছে তারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় ‌যে গ্রাহক ধরে রাখতে পরিষেবার দাম কমাতে হয় অন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে।

Updated By: Mar 16, 2018, 07:33 PM IST
কে দিয়েছিলেন Jio লঞ্চ করার বুদ্ধি, ফাঁস করলেন মুকেশ আম্বানি

ওয়েব ডেস্ক: কোথা থেকে পেয়েছিলেন জিও-র পরিকল্পনা? কে তাঁকে দিয়েছিলেন এই পরামর্শ? লন্ডনে এক অনুষ্ঠানে ফাঁস করলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার। জনালেন, জিও-র পরিকল্পনা দিয়েছিলেন তাঁর মেয়ে।

২০১৬-য় লঞ্চের পর থেকে ভারতের টেলিকম ক্ষেত্রের চেহারা বদলে দিয়েছে রিলায়েন্স জিও। জিওর ধাক্কায় কুপোকাত দেশের অন্যান্য টেলকম পরিষেবা প্রদানকারী সংস্থা। ইতিমধ্যে দেশের সব থেকে বড় টেলিকম সংস্থার খেতাব ছিনিয়ে নিয়েছে তারা। শুধু কি দেশে, জিও-র দৌলতে গোটা বিশ্বে সব থেকে বেশি মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারীর দেশ হয়েছে ভারত। মুকেশ আম্বানির কথায়, ২০১১ সালে জিও লঞ্চের পরিকল্পনা দিয়েছিলেন তাঁর মেয়ে ঈশা।

বৃহস্পতিবার লন্ডনে 'ড্রাইভার্স অফ চেঞ্জেস' নামে এক পুরস্কার নিতে গিয়ে মুকেশ আম্বানি বলেন, ভারতের বাজারে ৩,১০০ কোটি ডলার লগ্নি করেছে জিও। ২০১৬-র সেপ্টেম্বরে লঞ্চের পর থেকে বাজার কাঁপিয়ে দিয়েছে তারা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় ‌যে গ্রাহক ধরে রাখতে পরিষেবার দাম কমাতে হয় অন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে।

আরও পড়ুন - মেসেজ ডিলিট করার ফিচারে ফের বদল আনলো হোয়াটসঅ্যাপ

মুকেশ আম্বানি বলেন, ইয়েল ইউনিভার্সিটিতে পাঠরত অবস্থায় ২০১১ সালে আমার মেয়ে ছুটিতে বাড়িতে এসেছিল। কলেজের অ্যাসাইনমেন্ট করতে ইন্টারনেট সং‌যোগে সমস্যা হচ্ছিল তার। ঈশা ও তার ‌যমজ ভাই দু'জনেই ‌যুবা। তারা ভাল কাজ করতে অপেক্ষা করতে রাজি নয়। তখনই তারা আমাকে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপরিহা‌র্যতা সম্পর্কে বোঝায়। 

মুকেশের কথায়, ২০১১ সালে দেশে ইন্টারনেট সং‌যোগের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তাছাড়া ইন্টারনেট পরিষেবার দাম বেশি থাকায় সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারতেন না। জিও এসে সস্তায় ইন্টারনেট পরিষেবা দিয়েছে। তিনি বলেন, জিওর সস্তায় ডেটার জন্য ২০১৯-এ বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াবে ভারত।   

.