Budget 2021: আজ আয়কর-স্বাস্থ্য-শিল্পক্ষেত্রে কী ঘোষণা Nirmala-র, তাকিয়ে দেশ

সাধারণ বাজেট পেশের আগে সরকারের কাছে আশার বিষয় হল আইএমএফের(IMF) একটি ভবিষ্যতবাণী

Updated By: Jan 31, 2021, 11:50 PM IST
Budget 2021: আজ আয়কর-স্বাস্থ্য-শিল্পক্ষেত্রে কী ঘোষণা Nirmala-র, তাকিয়ে দেশ

নিজস্ব প্রতিবেদন: করোনার বিপুল ধাক্কা মাথায় নিয়ে সোমবার সাধারণ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করে আসছেন, কঠিন করোনা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি। অর্থ ব্যবস্থাকে শক্ত জমির উপরে খাড়া করতে একাধিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তাতে কি কাঙ্খিত ফল মিলবে? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন-কৃষকদের ভাঁওতা দিয়েছে দিদি, সরকারে এসেই আয়ুষ্মান ভারত চালু করবে BJP : Amit Shah

সাধারণ বাজেট পেশের আগে সরকারের কাছে আশার বিষয় হল আইএমএফের(IMF) একটি ভবিষ্যতবাণী। সেখানে ঘোষণা করা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের ভারতের আর্থিক বৃদ্ধি হবে ১১.৫ শতাংশ এবং ওই বৃদ্ধি চিনকেও টপকে যাবে। তবে ভয়ের কারণ হল অন্য একটি ভবিষ্যতবাণী। সেখানে বলা হয়েছিল ভারতের অর্থনীতি সংকুচিত হতে পারে ৮ শতাংশ পর্যন্ত।

আরও পড়ুন-চন্দ্রিমার ভুল জাতীয় সঙ্গীত, টুইটে Abhishek-কে 'খোকনসোনা' কটাক্ষ শঙ্কুর

দেশের দুর্বল অর্থনীতির মধ্যেও নির্মলা সীতারামনের(Nirmala Sitharaman) কাছে কর সহ অন্যান্য ক্ষেত্রে একাধিক সুবিধে পাওয়ার আশা করছে দেশের মধ্যবিত্ত মহল। তা হতে পারে করছাড়া কিংবা স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ অথবা ফের কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা। কোনও কোনও মহল থেকে মনে করা হচ্ছে এবার বেশকিছু কর ছাড়ের কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এছাড়াও যেসব ঘোষণা হতে পারে তার মধ্যে রয়েছে- 

ব্যক্তিগত আয়করের সীমা বাড়ানো হতে পারে।

স্টান্ডার্ড ডিডাকশন লিমিট বাড়তে পারে।

ন্যাশনাল পেনশন স্কিমে কিছু আয়কর ছাড় দেওয়া হতে পারে।

আয়কর রিটার্নের স্ল্যাব বাড়তে পারে।

৮০সি-র আওতায় আয়করে কিছু ছাড় ঘোষণা হতে পারে।

গৃহঋণের ক্ষেত্রে করছাড়ের কথা বিবেচনার মধ্যে রয়েছে সরকারের।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে করছাড় দেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এখন সরকার কী করে সেটাই দেখার। 

আবাসন শিল্পকে চাঙ্গা করতে নতুন কিছু ঘোষণা করতে পারে সীতারমন।

নতুন কিছু ঘোষণা হতে পারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে।

শিক্ষাক্ষেত্রে কোনও নতুন ঘোষণা হতে পারে।

মেক ইন ইন্ডিয়ার ওপরে জোর দিতে পারে সরকার। বাড়তে পারে আমদানি শুল্ক।

 

.