জয়যাত্রা শুরু ব্রাজিলের, ৩-১ গোলে ধরাশায়ী ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নেইমার ম্যাজিক। জোড়া গোল করে ব্রাজিলকে সহজ জয় এনে দিলেন বিশ্বফুটবলের এই নয়া সেনসেশন। পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়াকে তিন-এক গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেকাও-রা। ব্রাজিলের হয়ে অপর গোলটি করেন অস্কার।

Updated By: Jun 13, 2014, 08:42 AM IST

বিশ্বকাপে নেইমার ম্যাজিক। জোড়া গোল করে ব্রাজিলকে সহজ জয় এনে দিলেন বিশ্বফুটবলের এই নয়া সেনসেশন। পিছিয়ে পড়েও ক্রোয়েশিয়াকে তিন-এক গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেকাও-রা। ব্রাজিলের হয়ে অপর গোলটি করেন অস্কার।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নেইমার শো। ব্রাজিলীয় তারকার জোড়া গোলে ক্রোয়েশিয়াকে তিন-এক গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেকাও-রা। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই চমক দেখালেন নেইমার। কনফেডারেশন কাপের মতই বিশ্বকাপেরও প্রথম ম্যাচে গোল পেলেন বার্সার তারকা স্ট্রাইকার। সাও পাওলোর এরিনা কোরিন্থয়ান্সে মেগা ম্যাচের প্রথম পনেরো মিনিট ছিল ক্রোয়েশিয়ার দখলে। এগারো মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় নিকো কোভাচের দল। ইভিকা অলিচের ক্রশ ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল ঢুকিয়ে দেন রিয়ালের এই সাইডব্যাক। বিশ্বকাপে এই প্রথম ব্রাজিলের কোনও ফুটবলার আত্মঘাতী গোল করলেন। মার্সেলোরা আত্মঘাতী গোলই যেন চাগিয়ে দেয় নেইমারকে। উনত্রিশ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে বিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন ব্রাজিল ফুটবলের এই নয়া সেনসেশন।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার। শুধু দুটো গোল করাই নয়,গোটা ম্যাচে নেইমারকে আটকাতে নাস্তানাবুদ হতে হয়েছে ক্রোয়েশিয়ার ডিফেন্সকে। নেইমারের পাশে নজর কাড়েন অস্কার। খেলার ইনজুরি টাইমে দুরন্ত শটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন চেলসিতে খেলা এই মিডফিল্ডার। ব্রাজিলের দখলে ষাট শতাংশ বল পজেসন থাকলেও,লড়াই ছাড়েনি ক্রোয়েশিয়া। সেলেকাও ডিফেন্সকে বারবারই চাপে ফেলে দিচ্ছিলেন লুকা মদ্রিচ, অলিচরা। ফাউলের কারণে ক্রোয়েশিয়ার একটা গোল বাতিল হয়ে যায়। ব্রাজিলে শেষবার বিশ্বকাপের আসর বসেছিল উনিশশো পঞ্চাশ সালে। সেবার উদ্বোধনী ম্যাচে ছয়-এক গোলে জিতেছিল ব্রাজিল। এবারও তিন-এক গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের ট্র্যাডিশান অব্যাহত রাখল সেলেকাও-রা।

.