বড় রোনাল্ডোকে ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা এখন ক্লোজে

মিরোস্লাভ ক্লোজের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি। ঘানার বিরুদ্ধে গোল করে রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্লোজে। আর একটি গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

Updated By: Jun 22, 2014, 10:39 AM IST

মিরোস্লাভ ক্লোজের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি। ঘানার বিরুদ্ধে গোল করে রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্লোজে। আর একটি গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

বিশ্বরেকর্ড গড়ার পথে মিরোস্লাভ ক্লোজে। ঘানার বিরুদ্ধে গোল করে ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে রোনাল্ডোর গড়া রেকর্ড। আর একটি গোল করলেই গড়ে ফেলবেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

পনেরোটি গোল করে এতদিন রোনাল্ডোই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু ক্লোজে এবারের বিশ্বকাপে প্রথম গোলটি করেই স্পর্শ করে ফেলেন সেই রেকর্ড। ক্লোজে ২০০২ দ.কোরিয়া-জাপান বিশ্বকাপে পাঁচটি গোল করেছিলেন। ২০০৬ জার্মানি বিশ্বকাপেও পাঁচটি গোল করেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চারটি গোল করেছিলেন। এদিন ক্লোজের মূল্যবান গোল ঘানার বিরুদ্ধে হার বাঁচায় জার্মানির। ক্লোজের মতন ঘানার গিয়ানও গোল করে বিশ্বকাপে আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ক্যামেরুনের রজার মিল্লার রেকর্ড স্পর্শ করেন।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতারা-

মিরোস্লাভ ক্লোজে (জার্মানি): চারটি বিশ্বকাপে ২০ ম্যাচ খেলে ১৫ গোল
রোনাল্ডো (ব্রাজিল): চারটি বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে ১৫ গোল
গার্ট মুলার (পশ্চিম জার্মানি) : দুটি বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ১৪ গোল

জাস্ট ফন্টেইন (ফ্রান্স): একটি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে ১৩ গোল করেছেন
পেলে (ব্রাজিল): চারটি বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে ১২ গোল করেছেন
সান্দোর কোসিস (হাঙ্গেরি) : এক আসরে পাঁচ ম্যাচ খেলে ১১ গোল করেছেন

হেলমাট রাহ (পশ্চিম জার্মানি): দুটি বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে ১০ গোল
গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা): তিনটি বিশ্বকাপে১২ ম্যাচ খেলে ১০ গোল
তেফিলো কাবিলাস ( পেরু): তিনটি বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ১০ গোল
গ্রেগজ লাতো (পোল্যান্ড): তিনটি বিশ্বকাপে ২০ ম্যাচ খেলে ১০ গোল

.