মরণগ্রুপের ম্যাচ: অঘটনের শিকার উরুগুয়ে। আমাজনের জঙ্গলের তিন সিংহের অপমৃত্যু আজুরিদের কাছে

মরণগ্রুপের ম্যাচ: অঘটনের শিকার উরুগুয়ে। আমাজনের জঙ্গলের পাশে রুনিদের আজুরি ডুবি

Updated By: Jun 15, 2014, 10:01 AM IST

কোস্টারিকা (৩) উরুগুয়ে (১)
ইটালি (২) ইংল্যান্ড (১)

গ্রুপ অফ ডেথ মানে মরণগ্রুপের শুরুতেই চমক। আমাজন জঙ্গলের পাশে ম্যানাউস স্টেডিয়ামে গতবারের সেমিফাইনালিস্ট উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম বড় অঘটন ঘটাল কোস্টারিকা। এক গোলে পিছিয়ে পড়ার পরেও উত্তর আমেরিকার অনামী এই দলটি যেভাবে জয় ছিনিয়ে নিল তাতে বলাই যায় এবারের বিশ্বকাপ জমজমাট হতে চলেছে।

অন্যদিকে, বিশ্বকাপের শুরুটা দারুণ হল ইতালির। দলের প্রধান খেলোয়াড়কে বুঁফোকে ছাড়াই খেলতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আজুরিরা কার্যত শেষ ষোলো নিশ্চিত করে ফেলল। যদিও কোস্টারিকার অপ্রত্যাশিত জয়ে এই গ্রুপকে আরও বেশি জটিল করে তুলেছে। বিশ্ব ফুটবলে থ্রি লায়ন্স বা তিন সিংহ-এর দল হিসাবে পরিচিত ইংল্যান্ড ভাল খেলেও ডিফেন্সের দোষে হার মানল।

ম্যাচের ৩৫ মিনিটে ক্লদিও মারচিসিওর গোলে এগিয়ে যায় ইতালি। দু মিনিট পরেই গোলশোধ করে দেন ইংল্যান্ডের ড্যানিয়েল স্টুরেজ। গোলের আনন্দে মেতে চোট পেয়ে স্টেডিয়াম ছাড়তে হয় ইংল্যান্ডের ফিজিও গ্যারি লুইন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বালোতোলির গোলে এগিয়ে যায় ইতালি। এরপর ইংল্যান্ডে বহু চেষ্টা সত্ত্বেও গোলের মুখ খুলতে পারেনি। বল পজিশন, কর্নার, ফ্রিকিক সবেতে এগিয়ে থেকেও ইতালি কোচ সিজার প্রাণদেলি স্ট্র্যাটাজির কাছে হার মানতে হল ইংল্যান্ডকে।

.