পাকিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত ১০

উত্তর-পশ্চিম পাকিস্তানের খুররাম এজেন্সিতে একটি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জন। খুররাম এজেন্সির পারাচিনারের কাছে কাশ্মীর চকে বোমাটি রাখা ছিল। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৪০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Sep 10, 2012, 09:46 PM IST

উত্তর-পশ্চিম পাকিস্তানের খুররাম এজেন্সিতে একটি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০ জন। খুররাম এজেন্সির পারাচিনারের কাছে কাশ্মীর চকে বোমাটি রাখা ছিল। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৪০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পরে খুব দ্রুত। এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
শিয়া ও সুন্নি সম্প্রদায়ের লাগাতার গণ্ডগোলের জেরে খুররাম এজেন্সি বিগত পাঁচ বছর ধরেই খবরের শিরোনামে। এই অঞ্চলে অনুপ্রবেশকারী তালিবান জঙ্গিরা সুন্নি সম্প্রদায়কে সমর্থন জানিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দা এবং জঙ্গিদের সংঘর্ষের এই অঞ্চলে নিহতদের সংখ্যা প্রচুর।
পাক প্রধানমন্ত্রী পারভেজ আশরাফ রাজা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেন।

.