বাংলাদেশে রোহিঙ্গা বসতি এলাকায় পাহাড় ধসে মৃত ১৪

মায়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার, রাঙামাটিতে প্রায় ৭ লক্ষ সংখ্যালঘু রোহিঙ্গা ক্যাম্প তৈরি করে বসবাস করছেন। সূত্রের খবর, ৯ হাজারের মতো বাড়ি ধসে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে

Updated By: Jun 14, 2018, 05:58 PM IST
বাংলাদেশে রোহিঙ্গা বসতি এলাকায় পাহাড় ধসে মৃত ১৪
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: পাহাড় ধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হল  বাংলাদেশে। টানা বৃষ্টির জেরে বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ধস শুরু হয়। ধসে ক্ষতিগ্রস্থ হয়েছে রোহিঙ্গাদের ‘অবৈধভাবে নির্মিত’ কয়েক হাজার  ঘরবাড়ি।

মায়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার, রাঙামাটিতে প্রায় ৭ লক্ষ সংখ্যালঘু রোহিঙ্গা ক্যাম্প তৈরি করে বসবাস করছেন। সূত্রের খবর, ৯ হাজারের মতো বাড়ি ধসে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে।

আরও পড়ুন- পিছনের সিটে দুই মহিলার চুম্বন, গাড়ি থেকে নামিয়ে দিলেন উবর চালক!

বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাঙামাটিতে ১২ জনের মৃত্যু হয়েছে। ২জন মারা গিয়েছেন কক্সবাজারে। রাঙামাটির সিভিল সার্জন শাহিদ তালুকদার জানিয়েছেন, মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। উদ্ধারকার্য জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা।

গত বছর এই সময়ে পাহাড় ধসে মৃত্যু হয়েছিল ১২০ জনের। প্রশাসন জানাচ্ছে, রাঙামাটি, কক্সবাজারের পার্বত্য এলাকায় ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। উল্লেখ্য,  মায়ানমারে সাম্প্রদায়িক হিংসার জেরে কয়েক লক্ষ রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন-  'হিন্দুরা ইসলামি অত্যাচারের শিকার' মন্তব্য করায় দুবাইয়ে চাকরি গেল ভারতীয় রাঁধুনির

.