ইন্দোনেশিয়ায় এবার ভূমিকম্প, মৃত ৮
কোনও সুনামির পূর্বাভাস নেই।
নিজস্ব প্রতিবেদন: প্রকৃতির রোষ যেন থামছে না ইন্দোনেশিয়ায়। বন্যার পর এবার ভূমিকম্পের কবলে পড়ল দেশটি। মৃত ৮। সে দেশের তরফে জানা গিয়েছে
Tropical Cyclone Seroja-র পরে এবার Earth Quake ইন্দোনেশিয়ায়। এটা এই সপ্তাহের দ্বিতীয় বিপর্যয়। বিপুল বৃষ্টিতে সেখানে মারা গিয়েছেন ১৭৪ জন। এখনও নিখোঁজ ৪৮ জন। এবার ভূকম্পের জেরে মারা গেলেন ৮ জন। আহত অসংখ্য।
আরও পড়ুন: জেগে উঠেছে আগ্নেয়গিরি, বিকট শব্দে ছিটকে বের হচ্ছে লাভা পাথর
US Geological Survey জানিয়েছে, এটা 6.0 magnitude-এর ভূমিকম্প ছিল। শনিবার দুপুর নাগাদ এটা ঘটেছিল।
Indonesia-র earthquake and tsunami center-এর অধিকর্তা Rahmat Triyono জানান, এই ভূমিকম্প অবশ্য কোনও সুনামির (tsunami) জন্ম দেবে না।
আরও পড়ুন: অচিরেই পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে ফুটবল মাঠের আকারের এক গ্রহাণু!