অন্তর্বাসের ভিতর ৬৫টা সাপ নিয়ে লুকিয়ে পাচারের চেষ্টা
অন্তর্বাসের লুকিয়ে রাখা ছিল ৬৫টা সাপ। ব্লাউজে লুকিয়ে রাখা ৬টা টিকটিকি। প্রথমটা দেখে বোঝা যায়নি। কিন্তু পরে সন্দেহ হয় এক পুলিস কর্মীর। তখনই শুরু হয় তল্লাসি। এরপরই চমকে যান সবাই। বছর ৪২-এর এক মহিলার অন্তর্বাস থেকে কিলবিল করে বের হতে শুরু করে ৬৫টা সাপ। তার আগে বের হয় ৬টা টিকটিকি।
ওয়েব ডেস্ক: অন্তর্বাসের লুকিয়ে রাখা ছিল ৬৫টা সাপ। ব্লাউজে লুকিয়ে রাখা ৬টা টিকটিকি। প্রথমটা দেখে বোঝা যায়নি। কিন্তু পরে সন্দেহ হয় এক পুলিস কর্মীর। তখনই শুরু হয় তল্লাসি। এরপরই চমকে যান সবাই। বছর ৪২-এর এক মহিলার অন্তর্বাস থেকে কিলবিল করে বের হতে শুরু করে ৬৫টা সাপ। তার আগে বের হয় ৬টা টিকটিকি।
সুইডেনের কাস্টমস দফতরের কর্মীদের জেরার মুখে সেই মহিলা বলেন, তিনি একটা সরীসৃপ ফার্ম করতে চাইছেন। যে কারণে তিনি বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে সাপ, টিকটিকি সংগ্রহ করছেন। যেহেতু নিয়মমাফিক সাপ বা টিকটিকি সুইডেনে নিয়ে আসা বারণ তাই তিনি লুকিয়ে এই কাজ করেছেন। ঘটনায় স্তম্ভিত কাস্টমস দফতরের কর্মীরা। তারা বলছেন, এভাবেও কোনও জিনিস পাচার করা যায় তা বোঝা কঠিন।