ভারতে সফল অস্ত্রপচার, কিন্তু ডিহাইড্রেশনে পাকিস্তানে মৃত্যু হল ছোট্ট রোহনের

Updated By: Aug 8, 2017, 08:06 PM IST
ভারতে সফল অস্ত্রপচার, কিন্তু ডিহাইড্রেশনে পাকিস্তানে মৃত্যু হল ছোট্ট রোহনের

ওয়েব ডেস্ক: বয়স মাত্র ৪। গত জুলাই মাসে উত্তরপ্রদেশের নয়ডার জেপি হাসপাতালে সফল অস্ত্রপচার হয় পাকিস্তানের লাহোরের বাসিন্দা রোহনের। তারপর থেকে দিব্যি সুস্থও ছিল রোহন। তবে লাহোরে ফিরে ‌যাওয়ার পরে 'ডিহাইড্রেশনের ফলে' সোমবার মৃত্যু হয় রোহনের। বিষয়টি ট্যুইট করে জানান রোহনের বাবা কানওয়াল সাদিক।

সাদিক লেখেন, 'কঠিন হার্ট সার্জারির সঙ্গে ‌যুদ্ধ করে জয়ী হলেও, সামান্য ডিহাইড্রেশনের কাছে হার মানল রোহন।'

কিছুদিন আগে ভারতের চিকিৎসার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করে কাতর আবেদন জানান পাকিস্তানের লাহোরের বাসিন্দা রোহনের বাবা কানওয়াল সাদিক। তাঁর সেই আবেদনে সাড়া দেন সুষমা স্বরাজ। তিনিও পাল্টা ট্যুইট করে সাহা‌য্যের হাত বাড়িয়ে দেন।

আর এরপর ভারতে এসে গত ১২ জুলাই নয়ডার জেপি হাসপাতালে ১৪ জন চিকিৎসকের দল ৪ বছরের রোহনের সফল হার্ট সার্জারি করে। তারপর সুস্থও হয়ে ওঠে রোহন। তাকে দেখতে হাসপাতালে ‌যান সুষমা।

তবে, সব ভাল হয়েও শেষ ভাল হল না। পাকিস্তানের অনুন্নত চিকিৎসা ব্যবস্থা রোহনকে সামান্য ডিহাইড্রেশন থেকেও রক্ষা করতে পারল না। শেষপ‌র্যন্ত চলেই ‌যেতে হল একরত্তি এই শিশুকে।

.