Russia-Ukraine War: যুদ্ধে ছিন্ন Ukriane, একাই হাজার কিলোমিটার পাড়ি ১১ বছরের শিশুর
ইউক্রেন থেকে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে পোল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১ মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে।
![Russia-Ukraine War: যুদ্ধে ছিন্ন Ukriane, একাই হাজার কিলোমিটার পাড়ি ১১ বছরের শিশুর Russia-Ukraine War: যুদ্ধে ছিন্ন Ukriane, একাই হাজার কিলোমিটার পাড়ি ১১ বছরের শিশুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/08/367139-ukrainian-boy.jpg)
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরোজিয়ে (Zaporozhye) শহরের এক ১১ বছর বয়সী ইউক্রেনীয় (Ukraine) শিশু একাই পৌঁছেছে প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায়।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে যে শিশুটি কোনও প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গ ছাড়াই একা স্লোভাকিয়ায় পৌঁছেছে। আরও জানা গেছে যে সে সুস্থ অবস্থাতেই সেখানে পৌঁছেছে।
মন্ত্রক জানিয়েছে "তার হাসি, সাহসিকতা এবং একজন সত্যিকারের নায়কের সংকল্প দিয়ে সবার মন জয় করেছে সে।" মন্ত্রক জানিয়েছে তার পরিবারের পক্ষে ইউক্রেন ছেড়ে যাওয়া সম্ভব না হওয়ায় সেকাই পাড়ি দেয় ভিন দেশে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ৬ মার্চ টুইট করে জানিয়েছেন যে ১০ দিনের ব্যবধানে ইউক্রেনের যুদ্ধ মোট ১.৫ মিলিয়ন মানুষকে দেশ ছাড়া হতে বাধ্য করেছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: Kharkiv-র যুদ্ধে নিহত রুশ মেজর জেনারেল Vitaly Gerasimov, দাবি Ukraine-র
ইউক্রেন থেকে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী গ্রহণ করেছে পোল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১ মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে।
UNHCR জানিয়েছে, মোট ১,৭৩৫,০৬৮ জন সাধারণ মানুষ এখন পর্যন্ত মধ্য ইউরোপে সীমান্ত অতিক্রম করেছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ইউক্রেনের বেশিরভাগ পুরুষ দেশের হয়য়ে যুদ্ধে যোগ দেওয়ার উদ্দেশ্যে দেশেই রয়ে গেছেন।