Israel Palestine Conflict: যুদ্ধের বলি শিশুরা, ইজরায়েলের ভূ-খণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে মুণ্ডুহীন ৪০ দেহ!

 জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপ কার দখলে থাকবে? ইজ়রায়েল ও প্যালেস্টাইন বিবাদ দীর্ঘদিনের। হামলা-পাল্টা হামলা লেগেই থাকে। এবার পুরোদস্তুর যুদ্ধ বেঁধে গিয়েছে। 

Updated By: Oct 10, 2023, 10:14 PM IST
Israel Palestine Conflict: যুদ্ধের বলি শিশুরা, ইজরায়েলের ভূ-খণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে মুণ্ডুহীন ৪০ দেহ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'যুদ্ধ নয়, গণহত্যা'। ইজরায়েল-প্য়ালেস্টাইন সংঘাতের বলি শিশুরাও। ইজরায়েলের ফার আজা কিবুত্জ  এলাকায় পাওয়া গেল ৪০ দেহ। বেশ কয়েকটি আবার মণ্ডুহীন।

আরও পড়ুন:  Israel-Hamas War | Mia Khalifa: প্যালেস্টাইনের সমর্থনে বিতর্কিত পোস্ট, এবার চরম পরিণতির শিকার মিয়া খালিফা!

কেউ  কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপ কার দখলে থাকবে? ইজ়রায়েল ও প্যালেস্টাইন বিবাদ দীর্ঘদিনের। হামলা-পাল্টা হামলা লেগেই থাকে। এবার পুরোদস্তুর যুদ্ধ বেঁধে গিয়েছে। 

গত শনিবার আচমকাই ইজরায়েলের ভূ-খণ্ডে ঢুকে পড়ে হামাস বাহিনী। দেশের দক্ষিণ প্রান্তে ফার আজা কিবুত্জ এলাকায় অতর্কিতে হামলা চালায় তারা। যুদ্ধবিধ্বস্ত সেই এলাকায় অবশেষে পা পড়ল ইজরায়েলি সেনার।  গোটা এলাকা ঘুরিয়ে দেখানো হল সাংবাদিককেও। যাঁরা গিয়েছিলেন, তাঁরা জানিয়েছেন, 'পরিস্থিতি ভয়াবহতা দেখে শিউড়ে উঠেছেন সেনা-জওয়ানরা। প্রতিটি ঘরে শিশুদের মুণ্ডু কাটা দেহ! বিছানাতেই গুলি করে খুন করা হয়েছে পরিবারের সদস্যদেরও'।

 

ইজরায়েলি সেনাবাহিনীর মেজর জেনারেল ইতাই ভেরুভের কথায়, 'এমন দৃশ্য় আগে কখনও দেখিনি। এটা যুদ্ধ নয়, গণহত্যা, সন্ত্রাসবাদী কার্যকলাপ'। হামাস বাহিনীর হামলা এখনও পর্যন্ত মৃত ৮০০। নিহতদের তালিকায় বেশিরভাগই সাধারণ মানুষ। বাড়ি ঢুকে তাঁদের খুন করা হয়েছে।

আরও পড়ুন:  Israel Palestine Conflict: গাজার উপরে ভয়ংকর হোয়াইট ফসফরাস বোমা ফেলছে ইজরায়েল!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.