ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু! 22 February সাবধান পৃথিবী

গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৪০ কিলোমিটার বেগে দৌড়চ্ছে।

Updated By: Feb 7, 2021, 05:57 PM IST
ধেয়ে আসছে বিশাল আকারের গ্রহাণু! 22 February সাবধান পৃথিবী

নিজস্ব প্রতিবেদন: নাসা সূত্রে জানা যাচ্ছে ভয়ংকর এক খবর। এগিয়ে আসছে বিশাল এক গ্রহাণু। বলা হচ্ছে, যার আকার 'স্ট্যাচু অফ লিবার্টি'র প্রায় ২ গুণ।

নাসা (NASA)সূত্রে জানা যাচ্ছে, ২২ ফেব্রুয়ারি এই গ্রহাণুটি পৃথিবীর সব চেয়ে কাছে আসবে। যদিও  এটির পৃথিবীতে ধাক্কা মারার কোনও আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন তাঁরা।

এটিকে বলা হচ্ছে, NEO (Near Earth Object)। কেননা, গ্রহাণুটি পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকবে বলে বলা হচ্ছে। আকারে স্ট্যাচু অফ লিবার্টির (Statue of Liberty) দ্বিগুণ এই গ্রহাণুটির নাম '2020 XU6' (asteroid 2020 XU6)৷ গ্রহাণুটি প্রায় ২১৩ মিটার লম্বা। গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৪০ কিলোমিটার (30,240 kilometres an hour)বেগে দৌড়চ্ছে। অর্থাৎ, এটি এক ঘণ্টার মধ্যে পৃথিবী ভ্রমণ করতে পারবে।

আরও পড়ুন: ব্রেক্সিটের জেরে পুড়বে দেড় কোটি মৌমাছি

বিজ্ঞানীরা বলে থাকেন, পৃথিবীর নিকটস্থ মহাকাশ-অংশে প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়ায়। তার মধ্যে মাত্রই ১৮০০ গ্রহাণু বিপজ্জনক। এর মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনকের পর্যায়ে পড়ে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, এগুলি মূলত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অংশেই পাওয়া যায়। এবং এগুলি পৃথিবীর কোনও ক্ষতি করতে পারবে না বলেই আশা বিজ্ঞানীদের। তবুও এই ধাবমান গ্রহাণুটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। 

আরও পড়ুন: মরক্কোয় হিমালয়ের দ্বিগুণ বয়সের পর্বতমালার খোঁজ দিল নাসা

 

.