ইন্দোনেশিয়ায় ২০ মিটার গভীর খাদে বাস, মৃত ২৭

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ায় প্রায়শই ঘটে থাকে পথদুর্ঘটনা।

Updated By: Mar 11, 2021, 12:11 PM IST
ইন্দোনেশিয়ায় ২০ মিটার গভীর খাদে বাস, মৃত ২৭

নিজস্ব প্রতিবেদন: নদীখাতে পড়ল বাস। মৃত ২৭, আহত ৩৯। উদ্ধারকার্যে নেমে পড়েছে পুলিস।  

ঘটনাটি ঘটেছে বুধবার রাতের দিকে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে (Indonesia's main island of Java)। জানা গিয়েছে, দুর্বল পরিকাঠামোর কারণে ইন্দোনেশিয়ার রাস্তাঘাটে প্রায়শই ঘটে থাকে এই ধরনের পথদুর্ঘটনা। 

আরও পড়ুন: আত্মহত্যার কথা ভেবেছিলেন মেগান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি টুরিস্ট বাস (tourist bus) ইসলামিক জুনিয়র হাইস্কুলের পড়ুয়া, পড়ুয়াদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে পশ্চিম জাভার (West Java) সুবং (Subang) থেকে স্থানীয় এক তীর্থস্থান তাসিকমালায়ায় (Tasikmalaya) গিয়েছিল। সেখান থেকেই সুবংয়ের দিকে ফিরছিল বাসটি। জানা গিয়েছে, পথ ছিল পাকদন্ডী। এবং বাসটি কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে (brakes apparently malfunctioned) পথের পাশের ২০ মিটার নীচের এক খাতে পড়ে যায়। পুলিস এসে উদ্ধারকার্যে নামে। ২৭ জন মৃত। যে ৩৯ জন আহত তাঁদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: মাটির ৮৫ ফুট নীচে ৫০০০ বছরের পুরনো খুলি!

.