বাংলাদেশে পুলিস-জামাত সংঘর্ষ, আহত ৪০

ফের উত্তপ্ত বাংলাদেশ। সারা দেশে জামাতের ডাকা ৪৮ ঘণ্টা বনধকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামাত সমর্থকরা। জামাত সমর্থকরা জোর করে বনধ করতে চাইলে পুলিস তাদের বাধা দেয়। এরপরেই দু`তরফের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় অন্তত ৪০জন আহত হয়েছেন। পুলিস ৩৪জন জামাত সমর্থককে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Aug 13, 2013, 10:08 PM IST

ফের উত্তপ্ত বাংলাদেশ। সারা দেশে জামাতের ডাকা ৪৮ ঘণ্টা বনধকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামাত সমর্থকরা। জামাত সমর্থকরা জোর করে বনধ করতে চাইলে পুলিস তাদের বাধা দেয়। এরপরেই দু`তরফের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় অন্তত ৪০জন আহত হয়েছেন। পুলিস ৩৪জন জামাত সমর্থককে গ্রেফতার করেছে পুলিস।
কিছু দিন আগেই জামাতের কাছ থেকে রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে লড়ার অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশের একটি আদালত। এই রায়ের প্রতিবাদে দেশ জুড়ে ৪৮ ঘণ্টা বনধের ডাক দেয় জামাত-ই-ইসলামি।
বনধ সমর্থকরা রাজশাহী, বরিশাল, বোগরা ও চট্টগ্রামে রাস্তা আটকিয়ে, বোমা বাজি করে জোর করে বনধ করার চেষ্টা করে। কুমিল্লা, রাজশাহী পিরোজপুরে মোট ৩৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। মারমুখী জামাত সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিস বাধ্য হয়ে রবার বুলন, কাঁদুনে গ্যাস ছোড়ে।

.