এরকম বন্ধুত্বের কথা কেউ কথনও শুনেছেন না দেখেছেন? দেখুন ভিডিওতে
কথায় বলে বাঘে-গরুতে নাকি একঘাটে জল খায় না! কিন্তু বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। যার প্রমাণ এই ভিডিও-
![এরকম বন্ধুত্বের কথা কেউ কথনও শুনেছেন না দেখেছেন? দেখুন ভিডিওতে এরকম বন্ধুত্বের কথা কেউ কথনও শুনেছেন না দেখেছেন? দেখুন ভিডিওতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/06/50990-160303blt1desk.jpg)
ওয়েব ডেস্ক : কথায় বলে বাঘে-গরুতে নাকি একঘাটে জল খায় না! কিন্তু বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। যার প্রমাণ এই ভিডিও-
একটা কালো অ্যামেরিকান ভল্লুক। নাম বালু। আরেকটা আফ্রিকান সিংহ, নাম লিও। আর বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, শের। এরাই সেই বন্ধু তিনজন। একসঙ্গে খাচ্ছে, ঘুমাচ্ছে, খেলা করছে, খুনসুটি করছে। এমনই অসম বন্ধুত্বের সাক্ষী জর্জিয়ার নোয়াস আর্ক অভয়ারণ্য।
কী কারণে এমন বন্ধুত্ব?
অভয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যন্ত্রণাময় অতীতই তিনজনকে একসূত্রে বেঁধেছে। কেউ কাউকে কাছছাড়া করতে চায় না। ২০০১-এ আটলান্টার একটি বাড়ির বেসমেন্ট থেকে মাদক অভিযানের সময় শিশু অবস্থায় এদের উদ্ধার করা হয়।