মালেশিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ২ জন ভারতীয়

মালেশিয়ায় একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২ জন ভারতীয় নাগরিকের। এছাড়া আহত ২০ জন ভারতীয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছরের মহিলা ও একজন পুরুষ রয়েছেন। তবে কারও নাম এখনও জানা যায়নি। আহতদের সিলায়াং ও কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Mar 6, 2012, 12:45 PM IST

মালেশিয়ায় একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হল ২ জন ভারতীয় নাগরিকের। এছাড়া আহত ২০ জন ভারতীয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছরের মহিলা ও একজন পুরুষ রয়েছেন। তবে কারও নাম এখনও জানা যায়নি। আহতদের সিলায়াং ও কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব মালেশিয়ায় কুয়ালালামপুর-করক সড়কে একটি ট্যুরিস্ট বাস নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। এবং বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে চালক-সহ ২৪ জন যাত্রী ছিল। এর মধ্যে ২২ জনই ভারতীয়। মালেশিয়া সরকার সূত্রে খবর, ২২ জন যাত্রীর প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা। কুয়ালালামপুর হাসপাতালের চিকিত্‍সক আবু হাসান আসারি আবদুল্লা জানিয়েছেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতের বিদেশমন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রীদের আত্মীয়দের জন্য হেল্পলাইন খোলা হয়েছে। বিদেশমন্ত্রকের কয়েকজন প্রতিনিধি মালেশিয়ায় পাঠানো হয়েছে। হাসপাতালে আহতদের দেখতে ইতিমধ্যেই পৌঁছেছেন মালেশিয়ায় ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা।

.